Friday, April 26, 2024
Homeশিলিগুড়িNJP কে আন্তর্জাতিক মানের স্টেশন হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত। বরাদ্দ ৩৫০ কোটি

NJP কে আন্তর্জাতিক মানের স্টেশন হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত। বরাদ্দ ৩৫০ কোটি

শিলিগুড়ি (Siliguri) হল সমগ্র উত্তর-পূর্ব ভারতের (North-east India) সদর দরজা। অসমসহ (Assam) উত্তর-পূর্ব ভারতের সঙ্গে রেল (Indian Rail) যোগাযোগের অন্যতম স্টেশন হল নিউ জলপাইগুড়ি (New Jalpaiguri)। প্রতিদিন কয়েক লক্ষ যাত্রী এই স্টেশন দিয়ে চলাফেরা করেন। দার্জিলিংসহ (Darjeling) পাহাড়ে বেড়াতে যেতে হলেও শিলিগুড়ি হয়েই যেতে হয়। এখান থেকেই ছাড়ে দেশের হেরিটেজ টয়ট্রেন (Toy Train)। ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও এই স্টেশনের গুরুত্ব অপরিসীম। তা সত্ত্বেও নিউ জলপাইগুড়ি স্টেশনটি এতদিন অবহেলিত অবস্থাতেই পড়ে ছিল। এবার এই স্টেশনকে ঝাঁ চকচকে করে তোলার উদ্যোগ নিয়েছে রেল মন্ত্রক।

রেলের গ্রাফিক্ম

রেল মন্ত্রক শিলিগুড়ি তথা নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনের গুরুত্ব বুঝে এই স্টেশনকে আন্তর্জাতিকমানের স্টেশন হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। এই খাতে বরাদ্দ করা হয়েছে ৩৫০ কোটি টাকা। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, উত্তরবঙ্গ দেশের মধ্যে অন্যতম পর্যটন ক্ষেত্র। দেশিবিদেশি প্রচুর পর্যটক প্রতিনিয়ত এই স্টেশন দিয়ে যাতায়াত করেন। তাই রেল কর্তৃপক্ষ নিউ জলপাইগুড়ি স্টেশনকে অত্যাধুনিক ও আন্তর্জাতিক মানের স্টেশন হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি জানান, ইতিমধ্যেই প্রকল্পের কাজ শুরু হয়ে গিয়েছে। আশা করা যায়, দু-তিন বছরের মধ্যেই কাজটা শেষ করে ফেলা যাবে। তিনি জানিয়েছেন, রেল স্টেশনে বর্তমানে ভক্তিনগরের দিক থেকে প্রবেশপথ থাকলেও এই আধুনিক স্টেশনের প্রবেশপথ একদিকে বর্তমানের ভক্তিনগর এবং অপর প্রান্তে অম্বিকানগর দুদিকেই থাকবে। স্টেশনে বেশ কয়েকটি লিফট বসানো হবে। যাত্রীদের জন্য অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত প্রতীক্ষালয় থাকবে।

রেল নিউ জলপাইগুড়ি স্টেশনকে সাজানোর জন্য কনফারেন্স হল, জিম, টেবল টেনিস খেলার ব্যাবস্থা সহ নানা বিনোদনমূলক ব্যবস্থা রাখার পরিকল্পনা নিয়েছে। নিউ জলপাইগুড়ি ছাড়াও ইন্দোর এবং ভুবনেশ্বরকেও একইভাবে অত্যাধুনিক আন্তর্জাতিকমানের স্টেশন হিসেবে গড়ে তোলা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments