Thursday, April 25, 2024
Homeআন্তর্জাতিকনেপাল সফরে অভিভূত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নেপাল সফরে অভিভূত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নেপাল সফরে অভিভূত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটে ধন্যবাদ জানালেন নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাকে। আজ, সোমবার বুদ্ধদেবের জন্মতিথি উপলক্ষে লুম্বিনীতে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দেন মোদি। লুম্বিনী মঠে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার ফর বৌদ্ধ কালচার অ্যান্ড হেরিটেজ সেন্টারের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন প্রধানমন্ত্রী। দেউবার সঙ্গে বৈঠকও করেন নমো।

টুইটে মোদি লিখেছেন, ‘বুদ্ধপূর্ণিমায় আমার নেপাল সফর খুবই স্পেশাল। নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা ও বাসিন্দাদের ধন্যবাদ জানাচ্ছি।’ শের বাহাদুর দেউবা টুইটে লিখেছেন, ‘বুদ্ধপূর্ণিমায় লুম্বিনী পরিদর্শনের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ। আমি বিশ্বাস করি, ভগবান বুদ্ধের জন্মস্থানে আপনার বিশেষ তীর্থযাত্রা আমাদের বন্ধুত্ব ও সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করবে।’

 বৌদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যের সংরক্ষণের লক্ষ্যে নেপাল সরকার লুম্বিনী মঠে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার ফর বৌদ্ধ কালচার অ্যান্ড হেরিটেজ সেন্টার তৈরি করছে। ভারত এই সেন্টার নির্মাণে আর্থিক সাহায্য করবে। হেরিটেজ সেন্টারের উদ্বোধনের পর মায়াদেবী মন্দিরে পুজোও দেন নরেন্দ্র মোদি। এদিন নেপাল সরকার আয়োজিত বুদ্ধ জয়ন্তী অনুষ্ঠানেও যোগ দেন প্রধানমন্ত্রী। একটি সমাবেশে ভাষণও দেন তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments