Monday, May 6, 2024
HomeBreaking newsগ্রেফতার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

গ্রেফতার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

আটক সুকান্ত মজুমদার। বিদ্যাসাগর সেতুর টোলপ্লাজা থেকে প্রিজন ভ্যানে তোলা হয় তাঁকে। এদিন সকাল ১১টা নাগাদ তাঁকে নিউটাউনের বাড়ি থেকে বার হতে বাধা দেওয়া হয়। তাঁকে হাউস অ্যারেস্ট করা হয় বলে অভিযোগ ওঠে। সুকান্ত মজুমদার দাবি করেছেন, “শুধুমাত্র মুখের কথার উপর ভিত্তি করে আমাকে আটক করে রেখেছে সকাল ১১টা থেকে। আমার পার্টি অফিসে যাওয়ার ছিল। হাওড়াতে কর্মীদের সঙ্গে দেখা করতে যাওয়ার ছিল। কিন্তু, আমাকে বেআইনিভাবে আটকে দেওয়া হয়েছে। বলছে, হাওড়ায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। যদিও আমি যেখানে যেতে চাইছিলাম সেখানে তো ১৪৪ ধার জারি নয়। সেক্ষেত্রে কেন আমাকে আটকানো হচ্ছে। আমি আমার দলের কর্মীদের পাশে পৌঁছনোর জন্য যাবতীয় চেষ্টা করে যাব।” এরপরেই বেলা দেড়টা নাগাদ তিনি বাড়ি থেকে বার হন। এরপর তাঁর বাড়ির সামনে রীতিমতো ‘যুদ্ধের’পরিস্থিতি তৈরি হয়। তাঁর দেহরক্ষী এবং পুলিশের মধ্যে রীতিমতো হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। সুকান্ত মজুমদার অবশ্য নিজের জায়গায় অনড় থাকেন। কিছুক্ষণ পর এগিয়ে যায় তাঁর কনভয়।

এরপরেই দ্বিতীয় হুগলি সেতুতে টোল প্লাজার থেকে গ্রেফতার করা হয়েছে সুকান্ত মজুমদারকে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments