Monday, April 29, 2024
Homeউত্তরপ্রদেশRam Janmabhoomi Trust: রাম জন্মভূমি ট্রাস্টকে বিরাট বড় অংকের অনুদান মুকেশ আম্বানির

Ram Janmabhoomi Trust: রাম জন্মভূমি ট্রাস্টকে বিরাট বড় অংকের অনুদান মুকেশ আম্বানির

Uttorer Sangbad : অযোধ্যা: রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টকে (Ram Janmabhoomi Trust) ২.৫১ কোটি টাকার অনুদান ঘোষণা করল আম্বানি পরিবার। সোমবার অযোধ্যায় রামলালা মূর্তির প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে সপরিবার যোগ দেন মুকেশ আম্বানি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি, তাঁর স্ত্রী নীতা আম্বানি এবং তাঁদের ছেলেমেয়েরা এদিন রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনন্ত আম্বানির সঙ্গে তাঁর হবু স্ত্রী রাধিকা বণিক এবং রিলায়েন্স জিওর সিইও আকাশ আম্বানি ও তাঁর স্ত্রী শ্লোকা মেহতা ছিলেন।

ইশা আম্বানি ও তাঁর স্বামী আনন্দ পিরামলও এদিনের গ্র্যান্ড ইভেন্টে অংশ নেন। নীতা আম্বানির মুখেও এদিন ‘জয় শ্রী রাম’ ধ্বনি শোনা যায়। তিনি বলেন, ‘এই আবেগ সত্যিই অপ্রতিরোধ্য। আমি খুব আনন্দিত যে এখানে এসে নিজে সেটা অনুভব করতে পারছি… আমরা আমাদের ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের জন্য গর্বিত। এটাই আমাদের ভারত।’ মুকেশ আম্বানি ইন্ডিয়া টুডে টিভিকে জানিয়েছেন, তিনি ‘ভারতের নব যুগের সাক্ষী হওয়ার সুযোগ পেয়েছেন’ বলে মনে করছেন।

Ram Janmabhoomi Trust: রাম জন্মভূমি ট্রাস্টকে বিরাট বড় অংকের অনুদান মুকেশ আম্বানির

Trinamool MP-actress Nusrat: ফ্ল্যাট প্রতারণা মামলায় তৃণমূল সাংসদ-নায়িকা নুসরতের জামিন

Bengali Hindu Mahamancha: নারী অত্যাচারের বিরুদ্ধে শিলিগুড়িতে বঙ্গীয় হিন্দু মহামঞ্চের বিক্ষোভ, ডেপুটেশন

এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি, সিনেমার তারকা, ক্রীড়াবিদ, কূটনীতিবিদ, বিচারপতি এবং মহাযাজক সহ ৫০৬ জন প্রথম সারির তারকারা আমন্ত্রণ পেয়েছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে রাম লালা মূর্তির প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান দেশজুড়ে সরাসরি সম্প্রচার করা হয়েছিল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments