Thursday, May 2, 2024
Homeস্বাস্থ্যDinhata Health Fair: দিনহাটা স্বাস্থ্য মেলা:: স্বাস্থের জন্য হাঁটুন

Dinhata Health Fair: দিনহাটা স্বাস্থ্য মেলা:: স্বাস্থের জন্য হাঁটুন

Uttorer Sangbad : দিনহাটা: ‘স্বাস্থ্যের জন্য হাঁটুন’- এই স্লোগানকে সামনে রেখে এক পদযাত্রা অনুষ্ঠিত হল দিনহাটায় (Dinhata Health Fair)। দিনহাটার স্বাস্থ্য মেলা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার সকালের শহরের সংহতি ময়দান থেকে এই শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের চেয়ারম্যান পার্থ প্রতিম রায়, দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরীশংকর মাহেশ্বরী, দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার রঞ্জিত মন্ডল, স্বাস্থ্য মেলা কমিটির সভাপতি চিকিৎসক বিদ্যুৎ কমল সাহা প্রমূখ।

Dinhata Health Fair: দিনহাটা স্বাস্থ্য মেলা:: স্বাস্থের জন্য হাঁটুন

এদিনের এই শোভাযাত্রা সম্পর্কে বলতে গিয়ে মন্ত্রী উদয়ন গুহ বলেন, স্বাস্থ্য সম্পর্কে মানুষকে আরো বেশি বেশি সচেতন করে তুলতেই এই শোভাযাত্রা। নিয়মিত শরীর চর্চা মানুষের দেহ মনকে পুষ্ট করে তোলে। পাশাপাশি তিনি বলেন, আগামী ২০ এবং ২১ জানুয়ারি দিনহাটা সংহতি ময়দানে স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। এই স্বাস্থ্য মেলার উদ্বোধন করবেন রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। দু’দিনের এই স্বাস্থ্য মেলায় কোচবিহার জেলা ছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন স্থান থেকে বহিরাগত বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থেকে রোগী দেখবেন। রোগীদের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি ওষুধ দেবারও ব্যবস্থা রয়েছে। এছাড়াও রক্ত পরীক্ষা, ইসিজি সহ অন্যান্য পরীক্ষারও ব্যবস্থা থাকছে এই স্বাস্থ্য মেলায়।

Dinhata Health Fair: দিনহাটা স্বাস্থ্য মেলা:: স্বাস্থের জন্য হাঁটুন

Indian cricket board: হার্দিকের উপর ভরসা হারাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড? খুঁজছে বিকল্প

স্বাস্থ্য মেলার প্রথম দিন স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। কারণ এই সময়টাতে হাসপাতালগুলিতে রক্তের প্রচন্ড চাহিদার সৃষ্টি হয়। চিকিৎসকরাও রক্তের অভাবে চিকিৎসা করতে সমস্যার মধ্যে পড়েন। এদিন দিনহাটা সংহতি ময়দান থেকে শোভাযাত্রা বের হয়ে শোভাযাত্রা দিনহাটা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। শোভাযাত্রায় শহরের বিভিন্ন উচ্চ বিদ্যালয়, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ক্লাব সহ সাধারণ মানুষ অংস নেন। উল্লেখ্য, বারো বছর ধরে দিনহাটা সংহতি ময়দানে এই স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments