Friday, April 26, 2024
Homeদিনহাটাবামনহাটে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল ১০০ টি পরিবার

বামনহাটে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল ১০০ টি পরিবার

নিজস্ব সংবাদদাতা :
দিনহাটা ২ নং ব্লকের বামনহাট হরিরপাট ৭/১১৬ নম্বর বুথ থেকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান ১০০ টি পরিবারের।
রবিবার সন্ধ্যায় বামনহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের হরিরপাঠ ১১৬ নম্বর বুথে তৃণমূলের তরফে একটি কর্মীসভায় ছিল। সেখানে ১০০ টি বিজেপি পরিবার তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নিয়ে তৃণমূলে যোগদান করেন। উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত প্রধান দীপক ভট্টাচার্য,অঞ্চল তৃণমূল সভাপতি মৃণাল কুমার ভাদুড়ী সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা।

গ্রাম পঞ্চায়েত প্রধান বলেন, বিধানসভা নির্বাচনে কিছু মানুষ বিজেপি ক্ষমতায় আসবে বলে ভুল করে তৃণমূলে ভোট দিয়েছিল। সেই সমস্ত পরিবার নিজেদের ভুল বুঝতে পেরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিল। আগামী উপনির্বাচনে ১১৬ নং বুথে তৃণমূল কংগ্রেসই শেষ কথা বলবে। পাশাপাশি এদিনের কর্মীসভা থেকে বিজেপি কে কড়া হুঁশিয়ারি দেন তিনি।

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে পরিবারের সদস্যরা জানান আমরা ভুল বুঝে বিজেপির সঙ্গে ছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জন্য বিভিন্ন প্রকল্প করেছেন। এর জন্য আমরা মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই। দিনহাটা বিধানসভা কেন্দ্রে আগামী উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments