Monday, April 29, 2024
Homeময়নাগুড়িElephant attack: খাবারের সন্ধানে ফের লোকালয়ে হাতির হানা! ক্ষতিগ্রস্ত দুই পরিবার

Elephant attack: খাবারের সন্ধানে ফের লোকালয়ে হাতির হানা! ক্ষতিগ্রস্ত দুই পরিবার

Uttorer Sangbad : ময়নাগুড়ি: Elephant attack খাবারের সন্ধানে ফের লোকালয়ে হাতির হানা। মধ্যরাতে লোকালয়ে ঢুকে তান্ডব চালালো একটি দাঁতাল। দুই কৃষকের বাড়ি ভাঙচুর করে খেয়ে গেল মজুত করা জমির ধান। কোন প্রকার নিজেদের জীবন বাঁচিয়ে রাতের অন্ধকারে বাড়ি ছেড়ে পালালো বাসিন্দারা।হাতির হানায় বাড়িঘর ভেঙে যাওয়ার ফলে কার্যত খোলা আকাশের নিচেই দিন কাটাচ্ছে দুই কৃষকের পরিবার। বাড়ির বাইরেই রান্না করে খাওয়া দাওয়া করছেন তারা। ময়নাগুড়ির আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের বেতগারা খড়িবাড়ির ঘটনা। বনদপ্তরকে বারংবার ফোন করা হলেও আজ সকাল পর্যন্ত বনকর্মীদের দেখা নেই গ্রামে অভিযোগ গ্রামবাসীদের।

ময়নাগুড়ির বেতগারা খরিবাড়ির বাসিন্দা তুলেন্দ্রনাথ রায়ের বাড়িতে মধ্যরাত আনুমানিক একটা নাগাদ একটি দাঁতাল হাতি আসে৷ তুলেন্দ্রনাথ রায় পেশায় একজন কৃষক। বাড়িতে ঢুকে দাঁতাল হাতিটি তুলেন বাবুর তিনটি ঘর সম্পূর্ণ ভাঙচুর করে। পাশাপাশি ঘরে থাকা ধান খেয়ে চলে যায় হাতিটি। যাওয়ার পথে প্রায় কয়েক বিঘা শস্য খেত নষ্ট করে হাতিটি। আরো এক কৃষক মানিক রায়ের বাড়িতে হানা দেয় সেই দাঁতাল সেখানেও ঘর ভাঙচুর করে।বাড়ি ঘর ভেঙে যাওয়ার ফলে কার্যত খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে দুই কৃষকের পরিবার।

Elephant attack: খাবারের সন্ধানে ফের লোকালয়ে হাতির হানা! ক্ষতিগ্রস্ত দুই পরিবার

Chess player Pragyananda: বিশ্বনাথন আনন্দকে টপকে এখন ভারতের এক নম্বর দাবাড়ু প্রজ্ঞানন্দ

এই ঘটনায় রীতিমত আতঙ্কিত গোটা গ্রামের মানুষ। তুলেন রায় অভিযোগ করেন গতকাল রাত থেকেই বনদপ্তরকে খবর দেওয়া হলেও সকাল হলো এখনো পর্যন্ত বনকর্মীদের দেখা নেই গ্রামে। তিনি আরো বলেন গতকাল রাতে গ্রামের মানুষ কোন প্রকার পালিয়ে নিজেদের প্রাণ রক্ষা করেছে আজ ফের হাতে গ্রামে এলে কি করবেন সেটাই ভেবে পাচ্ছেন না তারা। স্থানীয়দের অনুমান এই দাঁতাল হাতিটি খট্টিমারির জঙ্গল থেকে লোকালয়ে এসেছে তবে এই গ্রামে এবারই প্রথম হাতি এলো এর আগে কখনো গ্রামে হাতি আসেনি ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments