Thursday, May 2, 2024
Homeঅন্যান্যChief Minister: মুখ্যমন্ত্রীর সভাস্থল থেকে ফেরার পথে বিধায়কের গাড়িতে হামলা

Chief Minister: মুখ্যমন্ত্রীর সভাস্থল থেকে ফেরার পথে বিধায়কের গাড়িতে হামলা

Uttorer Sangbad : Chief Minister দলীয় কাজ সেরে আসার পথে রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায়ের গাড়িতে হামলা চালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। রবিবার রাত সাতটা কুড়ি নাগাদ এই ঘটনাটি ঘটেছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা ব্লক জুড়ে।

ঘটনায় রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছে। তিনি বলেন, যেহেতু আমি সংগঠনে রয়েছে তাই সামনেই লোকসভা নির্বাচনের আগে আমাকে ভয়ভীতি দেখানোর জন্য বিজেপি দলীয় দুস্কৃতিদের দিয়ে এই সব কাজ করছে। যদিও এই ধরনের ঘটনায় তিনি কোনো ভাবেই আতঙ্কিত বা পিছিয়ে আসবেন না বলে সাফ জানিয়েছেন।

অন‍্যদিকে বিজেপির বক্তব্য এই ঘটনা আসলে তৃণমূলের গোষ্ঠী দন্দ্ব। বিজেপির ব্লক সভাপতি নিতাই মন্ডল বলেন, লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিট পাওয়াকে কেন্দ্র নব‍্য এবং আদিদের মধ্যে গোষ্ঠী দন্দ্ব, যার শিকার হচ্ছেন খগেশ্বর রায়। পাশাপাশি খগেশ্বর রায়ের অভিযোগ খারিজ করে বলেন, এই কেন্দ্রে তৃণমূলকে তারা প্রতিপক্ষ হিসেবে মানেই না।

Chief Minister: মুখ্যমন্ত্রীর সভাস্থল থেকে ফেরার পথে বিধায়কের গাড়িতে হামলা

Health Tips: শীত থেকে বাঁচতে গরম জলে স্নান? ডেকে আনছে বিপদ

জানা গেছে, আগামীকাল ফুলবাড়িতে মুখ‍্যমন্ত্রী আসবেন। সেখানে মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের জনসভা করার কথাও রয়েছে। সেই জনসভায় ভীড় জমায়েত করার জন্য এদিন ব্লকের বিভিন্ন জায়গায় দলীয় কর্মীদের সাথে ব‍্যাস্ত ছিলেন বিধায়ক। তবে রবিবার সাতটা কুড়ি নাগাদ তিনি সন্ন‍্যাসীকাটা থেকে মাঝিয়ালি যাওয়ার পথে কুন্ড বাগান এলাকায় এই হামলা চালানো হয়েছে। পাথরের ঢিলের জেরে বিধায়কের গাড়ির কাচ ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সামান্য আহত হয়েছেন খগেশ্বর রায়। ঘটনার বিষয়টি জেলা শাসক, পুলিশ সুপারকে তিনি জানিয়েছেন বলে জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments