Monday, April 29, 2024
Homeহাওড়াদর্শনার্থীদের চমক দিতে এবছর কেদারনাথ মন্দিরের থিম শ্যামপুরের বাছরী যুব সংঘের

দর্শনার্থীদের চমক দিতে এবছর কেদারনাথ মন্দিরের থিম শ্যামপুরের বাছরী যুব সংঘের

নিজস্ব সংবাদদাতা:-

থিম ভাবনা প্রকাশিত হয়েছে অনেক আগেই। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলিতে মানুষের উন্মাদনার পারদ ক্রমশ বাড়ছে। কারন গ্রামীণ হাওড়ার শ্যামপুরের বাছরী যুব সংঘের এবছরের থিম ভাবনা “কেদারনাথের মন্দির”। গত দুই বছর অর্থাৎ করোনা কালের কথা বাদ দিলে আমরা দেখতে পাবো বিগত বছর গুলিতে অর্ধ শতাব্দী প্রাচীন বাছরী যুব সংঘ গ্রামীণ হাওড়া মানুষকে উপহার দিয়ে এসেছে যথাক্রমে নেপালের শান্তি বৌদ্ধস্তুপ (৫১), ভুটানের স্বর্ণমন্দির ও হোগলা পাতার মাতৃ প্রতিমা (৫২), দিল্লির লাল কেল্লা ও রেশমী সুতোর প্রতিমার (৫৩) মতো অভিনব থিম ভাবনা যা কলকাতা ও শহরতলীর দর্শকদের নজর কেড়েছিল। সেই সমস্ত সাফল্যের কথা মাথায় রেখে ২০২২ সালে বাছরী যুব সংঘের নিবেদন কেদারনাথ মন্দিরের আদলে পূজামন্ডপ। এই প্রসঙ্গে পূজা কমিটির বর্তমান সম্পাদক সাহেব প্রামানিক বলেন ” সামাজিক যোগাযোগ মাধ্যম গুলিতে ১৮- ৩০ বছর বয়সী যে কারো প্রোফাইল খুললে ” DREAMS TO KEDARNATH” লেখাটি আমরা দেখতে পাই। অর্থাৎ বর্তমান সময়ে তরুণ প্রজন্মের কাছে কেদারনাথ মন্দির দর্শন করতে যাওয়াটা একটা স্বপ্নে পরিণত হয়েছে।

সেক্ষেত্রে যদিও শুধু তরুণ প্রজন্ম কথাটা বলা হয়তো একটু ভুল হবে। কারন প্রায় সব বয়সী মানুষেরই জীবনকালে একবার হলেও স্বপরিবারে কেদারনাথ মন্দির দর্শন করতে যাওয়ার ইচ্ছা বা স্বপ্ন থাকে। কিন্তু পারিবারিক, অর্থনৈতিক বা শারীরিক কারণে যেটা সবার ক্ষেত্রে পূরণ সম্ভব হয়ে ওঠে না। সেক্ষেত্রে মধ্যবিত্ত তথা বেশির ভাগ মানুষের কাছে আর্থিক অনটনটাই সবথেকে বড় বাঁধা হয়ে দাঁড়ায়। তাই এই বছর দুর্গাপুজোতে সকল দর্শনার্থীর স্বপ্ন, ইচ্ছে, মনস্কামনা পূরণ করার লক্ষে কেদারনাথ মন্দিরকে থিম হিসাবে নির্বাচন করছি।” বিগত বছর গুলির ধারা অব্যাহত রেখে প্রাচীন রীতিনীতি মেনে পুজোর আয়োজন করেছে পুজো উদ্যোক্তারা।বাছরী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বিশালক্ষ্মী তলার মাঠে বাঁশ, কাঠ, কাপড় ও থার্মোলোকের সমন্বয়ে গড়ে তোলা হবে সুউচ্চ, সুদৃশ্য ও সুবিশাল কেদারনাথ মন্দির। পূজা মণ্ডপের শুভ উদ্বোধন হবে চতুর্থী তিথির পুণ্যলগ্নে। এই বিষয়ে পুজো কমিটির অন্যতম সদস্য শান্তনু বিশ্বাস জানাই” গত দুই বছরের করোনা কাঁটা ও আর্থিক মন্দা কাটিয়ে বছর আমরা আবার থিম পুজোর আয়োজন করতে চলেছি তবে শুধু মন্ডপ ভাবনায় নয় প্রতিবারের মতো এই বারেও প্রতিমাতে থাকবে অভিনবত্বের ছোঁয়া। থাকবে চোখ ধাঁধানো, রকমারী আলোক সজ্জাও।” অর্থাৎ সব মিলিয়ে এক কথা বলা যেতেই পারে গ্রামীন হাওড়ায় থিম পুজোর ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জনের দৌড়ে অনেকটাই এগিয়ে শ্যামপুরের ঐতিহ্যবাহী বাছরী যুব সংঘ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments