Tuesday, April 30, 2024
Homeআলিপুরদুয়ারগ্রেপ্তার মালিক, রণক্ষেত্রের চেহারা নিল আলিপুরদুয়ার কোহিনূর চা বাগান এলাকা

গ্রেপ্তার মালিক, রণক্ষেত্রের চেহারা নিল আলিপুরদুয়ার কোহিনূর চা বাগান এলাকা

আলিপুরদুয়ার:
গ্রেপ্তার মালিক আদালতের রায় অমান্য করায় আলিপুরদুয়ারের কোহিনূর চাবাগানের স্বঘোষিত মালিক ওমপ্রকাশ আগরয়ালকে গ্রেফতার করল পুলিশ। আর মালিকানা হস্তা ন্তরের জেরে আইনী জটিলতায় এই গ্রেফতারের প্রতিবাদে রণক্ষেত্রের চেহারা নিল কোহিনূর চা বাগান এলাকা।রবিবার সন্ধার পর ওই বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে।বিক্ষুব্ধ শ্রমিকরা চা বাগানের বর্তমান মালিক ওমপ্রকাশ আগরওয়ালের গ্রেফতারির প্রতিবাদে কোহিনূর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধানের বাড়ি ভাংচুর করে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। এরপর উত্তেজিত শ্রমিকরা শামুকতলা থানা ঘেরাও করে তুমুল বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে সংশ্লিষ্ট থানায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। শ্রমিকদের অভিযোগ বর্তমানে আদালতের রায়ে কোহিনূর চা বাগানের মালিকানা ওমপ্রকাশ আগরওয়ালার পরিবর্তে জনৈক কেশব সিনহাকে হস্তান্তর করা হয়েছে।

More News –গোসানিমারিতে অনন্ত রায় ও তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়ার সাক্ষাৎ নিয়ে জল্পনা

দেশের জার্সি গায়ে ট্রফি জয়ের স্বাদ মেসির, কোপা আমেরিকা ২০২১ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

পেট্রোল সেঞ্চুরি করতেই এবার শিলিগুড়িতে কেক কেটে অভিনব কায়দায় প্রতিবাদ তৃণমূলের

গ্রেপ্তার মালিক, রণক্ষেত্রের চেহারা নিল আলিপুরদুয়ার কোহিনূর চা বাগান এলাকা

কিন্তু কেশব সিনহাকে চাবাগানের অধিকার ছাড়তে নারাজ ওমপ্রকাশ। আদালতের রায় ঘোষনার পরও তিনি চাবাগানের মালিকানা ছাড়েন নি। এরপর রবিবার বিকেলের পর ওমপ্রকাশ আগরওয়ালাকে গ্রেফতার করে শামুকতলা থানার পুলিশ।খবর চাউর হতেই বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে কোহিনূর চা বাগান। এলাকায় ও থানা চত্ত্বরে তুমুল উত্তেজনা রয়েছে। শ্রমিকরা ইট পাথর ছুড়তে থাকে। পুলিশ শুন্যে গুলি ও কাদানে গ্যাসের শেল ফাটায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments