Thursday, May 2, 2024
Homeআলিপুরদুয়ার৩১ নম্বর জাতীয় সড়কে ফের দুর্ঘটনা, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক...

৩১ নম্বর জাতীয় সড়কে ফের দুর্ঘটনা, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির

হিতৈষী দেবনাথঃ
আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের ৩১ নম্বর জাতীয় সড়কের তেতুল তলা এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যে সাতটা নাগাদ ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। প্রত্যক্ষদর্শীদের প্রাথমিকভাবে অনুমান রাস্তা পারাপার করতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে। এদিন সেই দুর্ঘটনা ঘটার সাথে সাথেই ঘাতক লরিটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুমার গ্রাম থানার অন্তর্গত কামাখ্যা গুড়ি ফাঁড়ির পুলিশ এবং শামুক তলা থানার অন্তর্গত শামুকতলা রোড ফাঁড়ির পুলিশ। পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠিয়েছে। সেইসঙ্গে উল্লেখ্য এই দুর্ঘটনার ফলে প্রায় ঘন্টা খানেক অসম থেকে শিলিগুড়ি যাতায়াতের ৩১ নম্বর জাতীয় সড়কের রাস্তাটি বন্ধ থাকে, মৃতদেহ উদ্ধারের পর পুলিশের পক্ষ থেকে, যান চলাচল স্বাভাবিক করা হয়। মৃত ব্যক্তির পকেটের একটি এ টি এম কার্ড থেকে জানা গিয়েছে তার নাম সঞ্জয় দেবনাথ আনুমানিক বয়স ৪০ বছর বাড়ি আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের স্কুল ডাঙ্গা সংলগ্ন এলাকায়। সমগ্র ঘটনায় ব‍্যাপক চাঞ্চল্য ছড়ায় তেতুল তলা এলাকায়।

অনান্য খবর- দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ালো হৃদয় ভগৎ সিং ফালাকাটার সদস্যরা

৩১ নম্বর জাতীয় সড়কে ফের দুর্ঘটনা, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির

পরের খবর – আলিপুরদুয়ার জংশন অফিসার্স কলোনীতে জঙ্গল সাফাই অভিযানে ‘পথের সাথী’

আলিপুরদুয়ার পথের সাথী স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে জংশন অফিসার্স কলোনী সংলগ্ন এলাকায় জঙ্গল সাফাই অভিযান কর্মসূচি হলো রবিবার। রাজ জঙ্গলের বেহাল পরিস্থিতির জন্য চলতি মানুষদের সমস্যা হয় এছাড়াও গভীর জঙ্গলে বিষাক্ত সাপ এবং পোকামাকড় লুকিয়ে থাকে। তাই এই সমস্ত বিষয় বিবেচনা করে এদিন পথের সাথীর পক্ষ থেকে আলিপুরদুয়ার জংশন অফিসার্স কলোনী সংলগ্ন এলাকায় সাফাই অভিযান করা হয়।পথের সাথীর এক সদস্য মিঠুন রায় বলেন, রাস্তার পাশে জঙ্গল যেভাবে বেড়ে উঠছিল তাতে সমস্যা পড়ছিল স্থানীয় বাসিন্দারা এমনকি পথ চলতি মানুষরাও।

অনান্য খবর- বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কামাখ্যগুড়িতে ‘চলো পাল্টাই’ এর সাফাই অভিযান রাতের বেলায়

দিনহাটা রেড ভলেন্টিয়ার্স এর উদ্যোগে মুটিয়া-মজদুর শ্রমিকদের জন্যে এক বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির

করোনার জেরে বাতিল হল একাদশ শ্রেণির পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিজের স্কুলে, সময় পরিবর্তিত হচ্ছে

কামাখ্যাগুড়িতে দু লক্ষ টাকার চোরাই কাঠ উদ্বার করল বন দপ্তর

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments