Thursday, May 2, 2024
Homeআলিপুরদুয়ারদুর্ঘটনার কবলে পড়ল একটি ছোট গাড়ি এবং কনটেইনার ট্রাক।

দুর্ঘটনার কবলে পড়ল একটি ছোট গাড়ি এবং কনটেইনার ট্রাক।

আলিপুরদুয়ারঃ

আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের ৩১ নম্বর জাতীয় সড়কের মহাকাল চৌপতির গদাধর নদীর সেতু সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার বেলা বারোটা নাগাদ দুর্ঘটনার কবলে পড়ল একটি ছোট গাড়ি এবং কনটেইনার ট্রাক। জানা গিয়েছে আচমকাই শিলিগুড়ি গামি রুটে দুটি ট্রাকের মাঝখানে ঢুকে যায় ছোট গাড়িটি, এবং ছোট গাড়িটি আচমকা ব্রেক করার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে পেছনে থাকা গাড়িটি সজোরে ধাক্কা দেয় ছোট গাড়িটিকে। যদিও ভাগ্যের জোরে এই দুর্ঘটনায় কেউই সেভাবে আহত হননি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শামুকতলা থানার অন্তর্গত শামুকতলা রোড ফাঁড়ির পুলিশ। পুলিশ পৌঁছে দূর্ঘটনাগ্রস্ত ছোট গাড়িটি এবং কন্টেইনার ট্রাকটিকে উদ্ধার করে শামুকতলা রোড পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। সমগ্র ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মহাকাল চৌপতি এলাকায়।

আরো খবর পড়ুন…….

অনান্য খবর- শিক্ষক নিয়োগে আরও একধাপ এগোল প্রাথমিক শিক্ষা পর্ষদ, কাউন্সেলিং নিয়ে বড় ঘোষণা

দুর্ঘটনার কবলে পড়ল একটি ছোট গাড়ি এবং কনটেইনার ট্রাক।

চিকিৎসক দিবস পালিত হল কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ন মেডিকেল কলেজ হাসপাতালে

কোচবিহারঃ
বর্তমান করোনা মহামারী পরিস্থিতিতে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ডাক্তাররা। আর এই চিকিৎসক দিবসে তাদেরকেই সংবর্ধনা জানানো কোচবিহার মহারাজা চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে র কর্তৃপক্ষ। পুষ্প বৃষ্টির মাধ্যমে তাদের সংবর্ধনা জানানো হলো আজ। উপস্থিত ছিলেন কোচবিহার জেলাশাসক পবন কাদিয়ান, মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ডক্টর রাজীব প্রসাদ, সরকারি হাসপাতাল সুপার দিব্যেন্দু দাস সহ অন্যান্যরা। চিকিৎসক দিবস চিকিৎসকদের সংবর্ধনা জানানোর পাশাপাশি এদিন চিকিৎসক মারফত তৈরি হওয়া একটি শর্টফিল্ম দেখানো হয়। সেই সাথে মেডিকেল কলেজের রক্তশূন্যতা দূর করতে ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে। জেলাশাসক পবন কাদিয়া জানান, বর্তমান পরিস্থিতিতে করোনা যোদ্ধা হিসেবে ডাক্তার দের ভূমিকা অপরিসীম। তাদের সম্মান জানানোর উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠান। ডক্টর রাজীব প্রসাদ বলেন হাসপাতাল কর্তৃপক্ষ কর্তৃক নির্মিত একটি শর্টফিল্ম এদিন পরিবেশিত হয়েছে। সেইসাথে করণা যোদ্ধাদের হাতে স্মারক তুলে দেওয়া হয়।

অনান্য খবর- বদলি করা হল সাহেবগঞ্জ থানার DIO পবন বর্মনকে,নতুন DIO মৃণাল কান্তি রায়

স্ত্রীর মৃত্যুতে শ্রাদ্ধ অনুষ্ঠান বাতিল, বিনে পয়সা বাজারে দুঃস্থদের সহযোগিতা শিলিগুড়ির গৌতম ঘোষের

করোনা আক্রান্তদের বাড়িতে পুষ্টিকর খাবার, স্যানিটাইজেশন করল বিজেপি যুব মোর্চার সভাপতি

করোনা নিয়ে কোনও ভুয়ো তথ্য থেকে দূরে থাকার জন্য আবেদন জানালেন নরেন্দ্র মোদি

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments