Sunday, April 28, 2024
Homeখেলাধূলা২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ ভারত থেকে সরে যেতে পারে

২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ ভারত থেকে সরে যেতে পারে

২০২৩ সালে ওডিআই বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে ভারত। ২০১১ সালের পর ফের ২০২৩ সালে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়ে তা সঠিকভাবে আয়োজন করাকেই পাখির চোখ করছে রজার বিনিদের বোর্ড। দলকে তৈরি করার পাশাপাশি আয়োজন নিয়েও চিন্তা ভাবনা করতে হচ্ছে। আর এতেই বেধেছে বিপত্তি। বিশ্বকাপ আয়োজন নিয়ে কর সংক্রান্ত বিবাদে ফেঁসেছে BCCI। ভারত সরকারের সিদ্ধান্তের জন্য বিপুল ক্ষতির মুখে পড়তে চলেছে বোর্ড। পরিস্থিতি যদি খারাপ হয় তাহলে বিশ্বকাপ ভারত থেকে সরেও যেতে পারে বলে খবর। একদিনে ICC-র চাপ আর অন্যদিকে ভারত সরকারের নিয়ম, সব মিলিয়ে BCCI এখন সাঁড়াশি চাপে।

একদিনে পাকিস্তান ক্রিকেট বোর্ড ওডিআই বিশ্বকাপ বয়কটের ডাক দিয়েছে। ২০২৩ সালে এশিয়া কাপ খেলতে ভারত পাকিস্তানে যেতে অস্বীকার করে দিয়েছে। বদলে জয় শাহ জানিয়েছেন নিরপেক্ষ ভেনুতে আয়োজন করা হবে এশিয়া কাপ। এরপর পাকিস্তান জানিয়েছেন তারাও বদলা নিতে ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপে খেলতে ভারতে যাবে না। পাকিস্তান না আসলে হয়ত বিশ্বকাপ আয়োজন হবে কিন্তু ক্ষতি হবে ICC-র। কারণ বিশ্ব ক্রিকেটে পাকিস্তান বড় শক্তি আর ভারত-পাকিস্তান ম্যাচ সবথেকে বেশি আয়ের উৎস।

পাকিস্তানের চাপের পাশাপাশি বোর্ডের উপর রয়েছে ভারত সরকারের করের বোঝা। ICC-র ইভেন্ট আয়োজন করতে ভারত সরকার একটি কর নেয়। যেটা আয়োজকদের দিতে হয়। আর এতেই আপত্তি ICC-র। অতীতে ICC বোর্ডকে জানিয়েছে সরকারের সঙ্গে কথা বলে এই করের বিষয়টা মেটাতে, যেটা এখনও সম্ভব হয়নি। এরফলে ICC বিশ্বকাপ ভারত থেকে সরিয়ে নিতে পারে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments