Thursday, May 2, 2024
Homeকোচবিহারসর্বসাধারণ এর জন্য অক্সিজেন পার্লার শুরু হলো কোচবিহারের স্টেশন মোড়ে

সর্বসাধারণ এর জন্য অক্সিজেন পার্লার শুরু হলো কোচবিহারের স্টেশন মোড়ে

কোচবিহার: সর্বসাধারণ এর জন্য অক্সিজেন পার্লার শুরু হলো কোচবিহারের স্টেশন মোড় এলাকার পারমিতা ভবনে। করোনা মহামারীতে যাদের সরকারি হাসপাতাল ও বেসরকারি হাসপাতালগুলিতে যাদের যাবার সময় থাকবে না তারা এই অক্সিজেন পালারে এসে অক্সিজেন নিতে পারবেন। এবং তার সাথে সাথে করোনা আক্রান্ত ব্যক্তিদের অক্সিজেন দরকার হলে তাদের এই অক্সিজেন বাড়িতে গিয়ে পৌঁছে দিবে। বর্তমানে চারটি বেদ নিয়েই এই অক্সিজেন পার্লার শুরু হলো। আরবের বাড়ানো হবে বলেও জানান যুব তৃনমূলের পক্ষ থেকে। এবং এই অক্সিজেন রিফিলিং করতে হয় না অত্যাধুনিক মেশিন সাহায্যে এই অক্সিজেন তৈরি হয়। অক্সিজেন পালারের উদ্বোধন করেন কোচবিহার মহকুমা শাসক শেখ রাকিবুল রহমান ও কোতোয়ালি থানার আইসি নির্মল কুমার রায় রাষ্ট্রপতি প্রাপ্ত শিক্ষক সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। এই উদ্যোগকে সাধুবাদ জানায় মহকুমা শাসক তিনি বলেন সমস্ত সরকারি হাসপাতাল ও বেসরকারি হাসপাতালগুলোতে অক্সিজেন এর ব্যবস্থা রয়েছে। তারপরও এই পরিষেবা এর সরকারের অনেক সহযোগিতা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments