Saturday, May 4, 2024
Homeমাথাভাঙ্গাপ্রধানমন্ত্রী আবাস যোজনার সমীক্ষা নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগে শোরগোল মাথাভাঙ্গায়

প্রধানমন্ত্রী আবাস যোজনার সমীক্ষা নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগে শোরগোল মাথাভাঙ্গায়

প্রধানমন্ত্রী আবাস যোজনার সমীক্ষা নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগে শোরগোল এলাকায়। ঘটনাটি মাথাভাঙ্গা ১ নং ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের গেন্দুগুড়ি এলাকায়। এনিয়ে বিজেপি তৃণমূলের শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। স্থানীয় বাসিন্দাদের একাংশ জানান, তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ির পাশে বসে বেনিফিশিয়ারি দের ডেকে ডেকে সমীক্ষা চালাচ্ছে প্রশাসনের কর্মীরা। প্রত্যেক বাড়ি বাড়ি না গিয়ে এক জায়গায় বসে সমীক্ষা চালাচ্ছে বলে অভিযোগ। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে এক আশা কর্মী। তিনি বলেন, তালিকায় নাম থাকা প্রত্যেক বেনিফিশিয়ারি দের বাড়ি গিয়ে সমীক্ষা করা হয়েছে। পক্ষপাতিত্বের অভিযোগে সরগরম গেন্দুগুড়ি। বিজেপির ১০ নং মন্ডল কমিটির সাধারণ সম্পাদক মিঠুন বর্মন জানান, সরকারি গাইড লাইন অনুযায়ী সমীক্ষা করছে না প্রশাসনের কর্মীরা। পঞ্চায়েত সদস্য প্রভাব খাটিয়ে তৃণমূল নেতাদের বাড়িতে বসে বেছে বেছে তৃণমূল নেতা কর্মীদের ডেকে নিয়ে এসে প্রধানমন্ত্রী আবাস যোজনার সমীক্ষা চলছে গেন্দুগুড়িতে। এনিয়ে বিডিও অফিসে স্মারকলিপি প্রদান সহ গন আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন। অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন পঞ্চায়েত সদস্য পরেশ বর্মন। এপ্রসঙ্গে বিডিও সম্বল ঝা জানান এরকম টা হওয়ার কথা নয়। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখব।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments