Monday, April 29, 2024
Homeআলিপুরদুয়ারশুধু বিজেপি প্রার্থীদের ভোট দিলেই বাংলার গ্রামের প্রকৃত উন্নয়ন হবে: দিলীপ ঘোষ

শুধু বিজেপি প্রার্থীদের ভোট দিলেই বাংলার গ্রামের প্রকৃত উন্নয়ন হবে: দিলীপ ঘোষ

শুধু বিজেপি প্রার্থীদের ভোট দিলেই বাংলার গ্রামের প্রকৃত উন্নয়ন হবে, আলিপুরদুয়ারের ১ নং ব্লকের প্রচারে গিয়ে বললেন দিলীপ ঘোষ

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে চোর মুক্ত গ্রাম পঞ্চায়েতের ডাক দিলেন দিলীপ ঘোষ। পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগে, বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচার করতে বুধবার আলিপুরদুয়ার জেলায় পৌঁছেছেন সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। আলিপুরদুয়ারের ১ম ব্লকের সোনাপুর এলাকায় আয়োজিত নির্বাচনী জনসভায়ও ভাষণ দেন তিনি। ওই জনসভায় তিনি আসন্ন পঞ্চায়েত নির্বাচনে চোর মুক্ত গ্রাম পঞ্চায়েত করার আহ্বান জানান। এসময় তিনি বলেন, পুরো রাজ্যে চোরের সাম্রাজ্য চলছে। সাধারণ মানুষের উন্নয়নের অর্থ তৃণমূল কংগ্রেস চুরি করেছে। এখানে কিছু মানুষ ক্ষমতাসীন দলকে সমর্থন না করায় আবাসন প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন। কেন্দ্রীয় সরকারের বারবার অনুরোধ সত্ত্বেও, রাজ্য সরকার এখনও লক্ষ লক্ষ কৃষকের নাম প্রধানমন্ত্রী কিষাণ নিধিকে পাঠায়নি। এই রাজ্যের অনেক কৃষক প্রতি বছর 6,000 টাকা কেন্দ্রীয় ভর্তুকি থেকেও বঞ্চিত হচ্ছেন। তাই বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ সবাইকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে বলেন, গ্রামের প্রকৃত উন্নয়ন তখনই হবে যখন আপনারা শুধুমাত্র বিজেপি প্রার্থীদের ভোট দেবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments