Monday, April 29, 2024
Homeআলিপুরদুয়ারযুব নেতার অকাল প্রয়ানে রেড ভলেন্টিয়ার্সের রক্তদান শিবির আলিপুরদুয়ারে

যুব নেতার অকাল প্রয়ানে রেড ভলেন্টিয়ার্সের রক্তদান শিবির আলিপুরদুয়ারে

আলিপুরদুয়ারঃ
আলিপুরদুয়ার এর প্রাক্তন যুব নেতা সত্য রঞ্জয় রায় এর অকাল প্রয়ানে শোকের ছায়া নেমে এল রাজনীতি মহলে। তার স্মৃতির উদ্দেশ্যেই এক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করল রেড ভলেন্টিয়ার্স। শুক্রবার প্রয়াত সেই প্রাক্তন যুব নেতার স্মৃতির উদ্দেশ্যে আলিপুরদুয়ার বাবুপাড়া টাউন ক্লাবের টাউন হলে এক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করল রেড ভলেন্টিয়ার্স এর সদস্যরা। দীর্ঘদিন থেকেই তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন এবং গত ১৪ ই জুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা যায়। এদিনের স্বস্থ্য পরীক্ষা শিবিরে মোট ৪৪ জনের স্বাস্থ্য পরীক্ষা করান।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডাঃ সায়ান্হা বিশ্বাস ও প্রসিত বিশ্বাস এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুজ কান্ত মিত্র, অনিন্দ্য ভৌমিক, বিশিষ্ট আইনজীবী সোম শঙ্কর দত্ত সহ আরও অনেক।আলিপুরদুয়ার থেকে অর্ঘদীপ দেবনাথ এর রিপোর্ট উত্তরের সংবাদ ২৪×৭

যুব নেতার অকাল প্রয়ানে রেড ভলেন্টিয়ার্সের রক্তদান শিবির আলিপুরদুয়ারে

অনান্য খবর-  কোচবিহারে বন্যা পরিস্থিতি, দুই নদীতে হলুদ সংকেত, জল বাড়ছে তোর্সা নদীতেও

পরের খবর- বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মাথাভাঙ্গা পূর্ণাঙ্গ মহিলা তৃণমূল কংগ্রেস কমিটি গঠিত হল

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মাথাভাঙ্গা পূর্ণাঙ্গ মহিলা তৃণমূল কংগ্রেস কমিটি গঠন হলো মঙ্গলবার। শহর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট আসমিনা বেগম এর তত্ত্বাবধানে এই নতুন কমিটি গঠন হয়। সংগঠনকে শুভ্র করতে মাথাভাঙা শহরের বারোটি ওয়ার্ডে আলাদা আলাদাভাবে দায়িত্ব বন্টন করা হয়েছে বলে জানান আসমিনা বেগম। সেই সাথে বিধানসভা ভিত্তিক পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়েছে এই দিন। তিনি বলেন, বিধানসভা নির্বাচনে প্রচার এর সামনের সারিতে মহিলাদের থাকার নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পুরো খবর

অনান্য খবর- হেলমেট বিহীনদের চকলেট উপহার , সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালিত হল সাহেবগঞ্জে

পরের খবর- বিধানসভাকে পাখির চোখ করে কেন্দপুকুর উড়ান কমিউনিটির হলে তৃণমূল কংগ্রেসের কর্মী সভা

হবিবপুর বিধানসভাকে সামনে রেখে জেলা তৃণমূল কংগ্রেসের উদগ্যে হবিবপুর ব্লকে ও বামনগোলা ব্লকের তৃনমূল কংগ্রেসের বিভিন্ন অঞ্চলে নেতাকর্মীদের ও ব্লক নেতৃত্ব নিয়ে আজ বুধবার হবিবপুর বিধানসভার অন্তর্গত হবিবপুর ব্লকের আকতৈল অঞ্চলের কেন্দপুকুর উড়ান কমিউনিটির হলে হবিবপুর বিধানসভার কে পাখির চোখ করে হবিবপুর বিধানসভার সকল অঞ্চল নেতা কর্মীদের নিয়ে এক কমী সভায় অনুষ্ঠিত হয়। পুরো খবর

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments