Wednesday, April 24, 2024
Homeমালদারাস্তা নাকি ছোট পুকুর বুঝতে পারবেন না, সমস্যার মধ্যেই চলাচল নিত্যযাত্রীদের

রাস্তা নাকি ছোট পুকুর বুঝতে পারবেন না, সমস্যার মধ্যেই চলাচল নিত্যযাত্রীদের

মালদাঃ-

মালদহের চাঁচল-আশাপুর রাজ্য সড়কের সম্পূর্ণ রাস্তা ঝা চকচকে থাকলেও সামান্যতম কিছু অংশ কঙ্কালসার হওয়ায় সড়কের সৌন্দর্য্য নষ্ট হয়েছে।পিচের চাদর উঠে গিয়ে পাথর বের হয়েছে।অতিরিক্ত যানবাহন চলাচলে তৈরী হয়েছে বড় বড় গর্ত।আর সেই গর্তে বৃষ্টির জল জমে দুর্ভোগের শিকার হচ্ছেন পথচারীরা।ওই সড়কপথের কলিগ্রাম নিমতলা এলাকার একটি ক্লাবের সামনে প্রায় ৪০ মিটার রাস্তায় তৈরী হয়েছে যেন ছোটো ছোটো ডোবা।যার জেরে চরম সমস্যায় পড়ছে পথচারী থেকে শুরূ করে বাইক চালক ও যাত্রীরা।এমনকি ঝুঁকিপূর্ণ ভাবেই প্রতিদিন হাজারো যাত্রীবাহী টোটো চলাচল করছে সেই ভাঙাচোরা রাস্তা দিয়েই।কঙ্কালসার রাস্তায় মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটছে বলে জানাচ্ছেন বাসিন্দারা।সড়কপথের ওই অংশটি দ্রুত মেরামতের দাবি জানিয়েছে কলিগ্রাম এলাকার মানুষ।এলাকার বাসিন্দা রমজান আলি,রবিউল আলমরা জানালেন,ওই রূট ধরে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় সরকারি ও বেসরকারি বাস যায়।এমনকি প্রতিদিন হাজারো বাইক,টোটো সহ বিভিন্ন যাত্রীবাহী যানবাহনের চলাচলের একমাত্র এটি সড়ক পথ।দ্রুত মেরামত না করা হলে পরবর্তীতে বড়সড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments