Monday, April 29, 2024
Homeআলিপুরদুয়ারবুধবার বন্ধ থাকল লতাবাড়ি গ্রামীন হাসপাতালে নিশ্চয়যান অ্যাম্বুলেন্স পরিষেবা

বুধবার বন্ধ থাকল লতাবাড়ি গ্রামীন হাসপাতালে নিশ্চয়যান অ্যাম্বুলেন্স পরিষেবা

কালচিনি:
বুধবার বন্ধ থাকল আলিপুরদুয়ার জেলার কালচিনি লতাবাড়ি গ্রামীন হাসপাতালে নিশ্চয়যান অ্যাম্বুলেন্স পরিষেবা। চালকদের অভিযোগ, নিরাপত্তার অভাবে ভুগছি আমরা। যতদিন না প্রশাসন আমাদের নিরাপত্তার ব্যবস্থা করছে ততদিন আমরা অ্যাম্বুলেন্স চালাবো না।’ আবার অধিকাংশ চালক, এ কারণে অ্যাম্বুলেন্স চালানো বন্ধ করে অন্য কাজ খুঁজছে বলেও জানান। অন্যদিকে, জরুরি পর্যায়ে ১০২ নম্বর অ্যাম্বুলেন্স চললেও, সেটা কতটা পরিষেবা দিতে পারবে তা নিয়ে উঠছে প্রশ্ন। এ বিষয়ে উল্লেখ্য গাঙ্গুটিয়া এলাকার বাসিন্দা খুরেশা খাতুনের গর্ভেই মৃত্যু হয় তার শিশুর।এই ঘটনায় লতাবাড়ি গ্রামীন হাসপাতালে নিশ্চয়যান অ্যাম্বুলেন্সের এক চালকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনে কালচিনি থানায় মামলা দায়ের করেন এবং চালককে গ্রেফতারও করে। মূলত এর পরিপ্রেক্ষিতেই এদিন নিশ্চয়যান অ্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ রাখে চালকেরা।

চালক শচীন ওঁরাও জানান, ‘১১ বছর ধরে অ্যাম্বুলেন্স চালাচ্ছি, এখনও কেউ আমাদের ওপর এরূপ অভিযোগ তোলেননি। তবে ওদিনের ঘটনা আমরা মেনে নিতে পারছি না। যেভাবে রোগীর পরিবারের সদস্যরা আমার ওপর চড়াও হয়েছিল তাতে আমাদের প্রানের ভয় দেখা দিয়েছে।প্রশাসন নিরাপত্তার ব্যবস্থা না করলে এই কাজ ছেড়ে অন্য কিছু করতে হবে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments