Thursday, May 2, 2024
Homeবর্ধমানবাংলাদেশের নক্কারজনক ঘটনায় বর্ধমান শহরে প্রতিবাদ মিছিল করল জেলা বিজেপি

বাংলাদেশের নক্কারজনক ঘটনায় বর্ধমান শহরে প্রতিবাদ মিছিল করল জেলা বিজেপি

নিজস্ব সংবাদদাতাঃ
বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ ও দুর্গামূর্তি এবং মণ্ডপ ভাঙ্গার প্রতিবাদে সোমবার বর্ধমান শহরে প্রতিবাদ মিছিল করল জেলা বিজেপি। মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সহ সভাপতি রাজু বন্দোপাধ্যায়। সোমবার শহরের ঢলদিঘী এলাকা থেকে কার্জনগেট পর্যন্ত মিছিল করে তারা। মিছিল শেষে জেলাশাসককে ডেপুটেশন দিতে গেলে পুলিশের পক্ষ থেকে তাদের আটকে দেওয়া হয় বলে অভিযোগ করেন রাজু বন্দোপাধ্যায়। রাজু বন্দোপাধ্যায় অভিযোগ করেন, রাজ্যের শাসক দলের অধিকাংশ নেতা মন্ত্রীরা ওপার বাংলা থেকে এসেছে এমনকি মুখ্যমন্ত্রীও তাই। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে কিন্তু রাজ্যের শাসকদল ভোটের ভয়ে আন্দোলনে নামতে পারছেন না। শাসক দলের কাছে ভোট বড় বালাই তারা ভোটের রাজনীতি করে তাই তারা আন্দোলনে নামছে না বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি আগামী উপনির্বাচনগুলিতে নিরপেক্ষ ভোট হলে সব কটি আসনেই বিজেপি জয়লাভ করবে বলে জানান রাজু বন্দোপাধ্যায়। এদিন বিজেপির পাশাপাশি হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকেও বাংলাদেশের ঘটনার প্রতিবাদে একটি মৌন মিছিল করা হয়।এদিন তারা কালো ব‍্যাচ পরে প্রতিবাদে নামে রাস্তায়।বর্ধমান শহরের পারবিরহাটা থেকে কার্জনগেট পর্যন্ত মৌন মিছিলটি করে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments