Monday, April 29, 2024
Homeঅন্যান্যPurba Bardhaman: নেতাজির জন্মদিনে সকলকে সিঙারা খাওয়ানো হয়

Purba Bardhaman: নেতাজির জন্মদিনে সকলকে সিঙারা খাওয়ানো হয়

Uttorer Sangbad : পূর্ব বর্ধমান: Purba Bardhaman নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন পূর্ব বর্ধমান জেলার বেশ কিছু জায়গায়। তারই মধ্যে অন্যতম একটি হল পূর্বস্থলী। পূর্বস্থলীর রায় পরিবারে এসেছিলেন নেতাজি। সেই থেকে আজও রায় পরিবারের কাছে নেতাজি ‘কুলদেবতা। রায় পরিবার সূত্রে জানা যায়, পূর্বস্থলী থানা এলাকার প্রথম স্বাধীনতা সংগ্রামী ছিলেন রমেশচন্দ্র রায়। ১৯৩২ সালে রমেশচন্দ্র রায় এবং তাঁর ভাই সুরেশচন্দ্র রায়ের কাছে নেতাজি এসেছিলেন। তখন রমেশচন্দ্র রায়ের স্ত্রী শিবভাবিনী দেবী ছিলেন জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী। রায় পরিবার সূত্রেই জানা যায়, শিবভাবিনী দেবী সেই সময় নেতাজিকে সিঙারা তৈরি করে খাইয়েছিলেন।

সেই থেকে আজও নেতাজির জন্মদিন উপলক্ষ্যে সিঙারা বিলি করে রায় পরিবার। এই প্রসঙ্গে রায় পরিবারের সদস্য গৌতম রায় বলেন, তেলেভাজা নেতাজি সুভাষ খেতে বেশি ভালোবাসতেন। কলকাতার বিবেকানন্দ রোডে একটি দোকনে নেতাজি মাঝে মাঝেই তেলেভাজা খেতেন। সেই দোকান থেকে ২৩ জানুয়ারি ফ্রি-তে তেলেভাজা খাওয়ানো হয়। সেই হিসেবে আমরাও তার জন্মদিনে সিঙারা বিলি করি। আগে সিঙারা বাড়িতেই তৈরি হত, তবে এখন অর্ডার দিয়ে বানানো হয় এবং সেটাই সকলের মধ্যে বিলি করা হয়।

Purba Bardhaman: নেতাজির জন্মদিনে সকলকে সিঙারা খাওয়ানো হয়।

Elephant attack: খাবারের সন্ধানে ফের লোকালয়ে হাতির হানা! ক্ষতিগ্রস্ত দুই পরিবার

More News – সোহিনীর সঙ্গে চুটিয়ে প্রেম শোভনের! কি লিখলেন গায়ক?

ইন্ডাস্ট্রিতে সম্পর্ক গড়ার ও ভাঙার সমীকরণ সত্যিই বোঝা দায়! বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল যে সম্পর্কে জড়িয়েছেন সংগীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায় ও অভিনেত্রী সোহিনী সরকার। তবে এই বিষয়ে কেউই মুখ খোলেননি। কার্যত দুজনেই চুপ ছিলেন কিন্তু পরোক্ষে যেন সেই নীরবতাই ভাঙলেন শোভন। তবে সেখানেও রয়ে গেল টুইস্ট আর জল্পনার ঘনঘটা। Continue Reading

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments