Wednesday, May 1, 2024
Homeময়নাগুড়িজল্পেশ শ্রাবণী মেলায় বাবাধামের বিখ্যাত প্যারা'র চাহিদা তুঙ্গে

জল্পেশ শ্রাবণী মেলায় বাবাধামের বিখ্যাত প্যারা’র চাহিদা তুঙ্গে

ময়নাগুড়ি, ৩১ জুলাই : জল্পেশ শ্রাবণী মেলাকে কেন্দ্র করে একদিকে যেমন পূর্ন্যার্থীর ঢল নেমেছে মন্দিরে তেমনি চলছে মেলার আসর। মন্দির চত্বরেই বসেছে অস্থায়ী মেলা। সেখানে নানা ধরনের জিনিস আসলেও নজর কেড়েছে বাবা ধামের প্যারা। মেলায় বিভিন্ন ধরনের মালা, ফুল, রিং, পূজার সরঞ্জাম সহ বিভিন্ন উপকরণ থাকলেও সব থেকে বেশি চাহিদা এই প্যারার। মূলত এই প্যারা সাধারণ মানুষ প্রসাদ হিসেবেই বেশি ব্যবহার করেন। মেলায় প্রসাদের উপকরণ হিসেবে নকুল দানা ও বাতাসা থাকলেও তাদেরকে ছাপিয়ে গিয়েছে এই প্যারা। তাই মেলায় যেমন রেকর্ড ভিড় হচ্ছে তেমনি রেকর্ড বিক্রি হচ্ছে এই প্যারা। চাহিদা অনুযায়ী যোগান দিতে না পারায় মেলাতেই তৈরি হচ্ছে প্যারা। প্যারা এক ধরনের মিষ্টি জাতীয় খাবার। যা ভক্তরা প্রসাদ হিসেবেই গ্রহণ করে থাকেন। জল্পেশ শ্রাবণী মেলায় এই প্যারা মূলত বিহার, বাবা ধাম প্রভৃতি জায়গা থেকে নিয়ে আসা হয়। তবে যে সংখ্যক চাহিদা রয়েছে মেলায় সেই অনুযায়ী যোগান মিলছে না এই খাবারের। ফলে মন্দির চত্বরেই তৈরি হচ্ছে কৃত্রিম প্যারা। যদিও তার স্বাদ অনেকটাই ভিন্ন রকম। জানা যায় প্যারা মেলাতে বিভিন্ন দামে বিক্রি হয়। কেজি প্রতি ৪ ০০,৫০০ এমন কি ৩০০ টাকাতেও এই প্যারা পাওয়া যায়। দাম থাকলেও চাহিদা তুঙ্গে থাকায় ভাল ব্যবসা হচ্ছে বলেই দাবি ব্যবসায়ীদের। এক প্যারা ব্যবসায়ী পঙ্কজ সাহা বলেন," আমরা দীর্ঘদিন থেকেই এই মেলায় দোকান দিয়ে থাকি। আমরা মূলত চিরে নকুল দানা ও প্যারা বিক্রি করে থাকি। তবে সব থেকে বেশি চাহিদা রয়েছে এই প্যারার। মেলা খুব ভালো হচ্ছে আগামীতেও অনেক ভালো হবে বলে আমরা আশা রাখছি।"

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments