Sunday, April 28, 2024
Homeময়নাগুড়িময়নাগুড়ির বাবু পাড়ায় ফের দুটি চুরি! আতঙ্কিত এলাকাবাসী

ময়নাগুড়ির বাবু পাড়ায় ফের দুটি চুরি! আতঙ্কিত এলাকাবাসী

ময়নাগুড়ি, ১৮ অক্টোবর : সোমবার ফের দুটি চুরির ঘটনা ঘটলো ময়নাগুড়ির বাবু পাড়া এলাকায়। একই পাড়ায় পর পর চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীরা প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। সোমবার ফের দুটি চুরির ঘটনা ঘটলো ময়নাগুড়ি শহর লাগোয়া বাবু পাড়া এলাকায়। এবার দুটি বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটলো। জানা গেছে, ময়নাগুড়ির বাবু পাড়া এলাকায় ময়নাগুড়ি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অবস্থিত ময়নাগুড়ি ২ নং বি এফ পি স্কুলে চুরির ঘটনা ঘটে। স্কুল সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাতে স্কুলের অফিস ঘরের তালা ভেঙে মিড ডে মিলের আসবাবপত্র, রান্নার সামগ্রী নিয়ে যায় চোরেরা। সোমবার স্কুলে এসে এই অবস্থা দেখার পর ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ জমা করেন বিদ্যালয়ের ভার প্রাপ্ত প্রধান শিক্ষক উত্তম দত্ত। যদিও স্কুলের মধ্যে নৈশ প্রহরী ছিল তা সত্ত্বেও এই ধরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্কুল কর্তৃপক্ষ। অন্যদিকে বাবু পাড়ার ময়নাগুড়ি ১ নং আর আর প্রাথমিক বিদ্যালয়েও চুরির ঘটনা ঘটে। জানা গেছে, এদিন স্কুলে এসে শিক্ষিকা দেখেন তালা ভাঙা, দরজা খোলা অবস্থায় রয়েছে। আলমারির কাগজ নামিয়ে রাখা হয়েছে। এর আগেও একাধিকবার এই ধরণের চুরির ঘটনা ঘটেছে বলে স্কুল শিক্ষিকার অভিযোগ । দুটি স্কুলই লিখিত অভিযোগ জমা করেছেন ময়নাগুড়ি থানায়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ। উল্লেখ্যে,গত রবিবার ময়নাগুড়ির বাবু পাড়া এলাকায় মাংস রান্না করে লক্ষাধিক টাকার গয়না নিয়ে চম্পট দেয় চোরেরা। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই সোমবার এই ধরণের দুটি চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই বিষয়ে ময়নাগুড়ি ২ নং বি এফ পি স্কুলের ভার প্রাপ্ত প্রধান শিক্ষক উত্তম দত্ত বলেন, "স্কুলে নৈশ প্রহরী থাকা সত্বেও কি করে এই ধরণের চুরি হয়ে গেলো বুঝতে পারছি না। আমরা ময়নাগুড়ি থানায় লিখিত ভাবে বিষয়টি জানিয়েছি । " অন্যদিকে ময়নাগুড়ি ১ নং আর আর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নমরিশ পাল বলেন, " আমাদের বছরে অনেক বার চুরি হয়। এর আগে গ্যাস, ওভেন, চাল, টাকা সহ অনেক জিনিস চুরি হয়ে গেছে। প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জমা করা হলেও কোনো কাজ হয়নি।" ময়নাগুড়ি শহরের বুকে এই ধরণের চুরি কার্যত আতঙ্কের পরিবেশ তৈরি করেছে এলাকায়। প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। শহর লাগোয়া এলাকা বা স্কুলে প্রতিদিন যদি চুরির ঘটনা ঘটে তাহলে প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments