Sunday, April 28, 2024
Homeময়নাগুড়িপ্রতিমা তৈরির সরঞ্জাম এর দাম বৃদ্ধি, পুজোর আগে বাজার মন্দা ময়নাগুড়িতে

প্রতিমা তৈরির সরঞ্জাম এর দাম বৃদ্ধি, পুজোর আগে বাজার মন্দা ময়নাগুড়িতে

ময়নাগুড়ি, ৩০ আগস্ট : বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা। দুর্গা পূজার আগেই বিশ্বকর্মা পূজা। আর তার আগেই প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছে ময়নাগুড়ি জুড়ে। তবে সমস্যায় পড়েছেন ময়নাগুড়ি ব্লকের মৃৎ শিল্পীরা। দাম বেড়েছে প্রতিমা তৈরির সরঞ্জামের, মাথায় হাত মৃৎশিল্পীদের। এমনিতেই গত দুই বছর ধরে লক ডাউনের কারণে সেরকম প্রতিমা বিক্রি হয়নি। এবছর অবস্থা স্বাভাবিক হতেই অস্বাভাবিক হারে দাম বৃদ্ধি প্রতিমা তৈরির সরঞ্জামের। এর ফলে বেশি দামে বিক্রি করতে হবে বিশ্বকর্মা প্রতিমা। ফলে, ক্রেতারা সহজেই কিনতে চাইবে না। এমনকি পুজো চলে এলেও সেরকম বায়না পাইনি মৃৎশিল্পীরা। এখনও প্রতিমা তৈরিতে ব্যস্ত হয়ে রয়েছে মৃৎশিল্পীরা। প্রতি বছরের তুলনায় এবছর তুলনামূলকভাবে প্রতিমা কম তৈরি করছেন মৃৎ শিল্পীরা। অন্যদিকে ময়নাগুড়িতে জায়গার অভাব রয়েছে। যার ফলে বেশি পরিমাণে প্রতিমা তৈরির সমস্যা হচ্ছে। কুমোরটুলির অভাবে বেশি পরিমাণ প্রতিমা তৈরিতে সমস্যা দেখা দিয়েছে। বাজারে চাহিদাও অনেক কমেছে। মানুষের টাকার অভাবে প্রতিমা তৈরির বায়নাও কম করছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments