Thursday, March 28, 2024
Homeকোচবিহারজেনকিন্স স্কুলের ঐতিহ্য রক্ষার্থে প্রাক্তনীদের প্রতিবাদ মিছিলে উত্তাল কোচবিহারের রাজপথ

জেনকিন্স স্কুলের ঐতিহ্য রক্ষার্থে প্রাক্তনীদের প্রতিবাদ মিছিলে উত্তাল কোচবিহারের রাজপথ

কোচবিহার:

রাজ্যের সমস্ত বিদ্যালয়ের ইউনিফর্মের রং নীল -সাদা করবার রাজ্যের সরকারের ফরমানে বিভিন্ন বিদ্যালয়ের মতো ক্ষুন্ন করার চেষ্টা হচ্ছে কোচবিহারের ঐতিহ্যবাহী জেনকিন্স স্কুলের ঐতিহ্যকেও। এই ঐতিহ্য এবং অধিকারকে রক্ষা করার শপথ নিয়ে এবং অবিলম্বে রাজ্যের সরকারের এই কালা নির্দেশ প্রত্যাহারের দাবিতে বুধবার কোচবিহার জেনকিন্স স্কুলের প্রাক্তনীদের প্রতিবাদ মিছিলে উত্তাল হয়ে উঠল কোচবিহারের রাজপথ। এদিন এই মিছিলে যোগ দিলেন কোচবিহারের আরেক ঐতিহ্যবাহী স্কুল সুনীতি একাডেমীর প্রাক্তনীরাও। সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে কোচবিহার জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ ও জেলা শাসককে স্মারকলিপি দিলেন জেনকিন্স স্কুলের প্রাক্তনীরা।


এদিন জেনকিন্স স্কুলের সামনে থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয়ে কোচবিহার শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করার পর সমবেত হয় কোচবিহার জেলা শাসকের দপ্তরে। এখানেই বিক্ষোভে শামিল হন তারা। মাঝপথে এই মিছিলে যোগ দেন কেচবিহার সুনীতি একাডেমীর প্রাক্তনীরাও।
এই প্রতিবাদ মিছিলে অংশ নেওয়া জেনকিন্স স্কুলের প্রাক্তন ছাত্র পুলকান্তি বিশ্বাস, জহর দেব, প্রণব গোস্বামী, অসিত সূত্রধর প্রমুখরা বলেন জেনকিন্স স্কুলের চিরাচরিত স্কুল ইউনিফর্ম সাদা শার্ট আর সবুজ প্যান্ট। আজও তা এই বিদ্যালয়ের ঐতিহ্য বহন করে চলেছে। যার সাথে জড়িয়ে আছে বুক ভরা আবেগ এবং ঐতিহ্য। এর পরিবর্তন মানে ১৫০বছর পার করে আসা এই বিদ্যালয়ের পরিচিতিকে অস্বীকার করা, যা কোনভাবেই মেনে নেওয়া যাবে না। বিদ্যালয়ের ইউনিফর্মের রং পরিবর্তন নয়, সরকারের সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। এই দাবিকে সামনে রেখেই এদিনের এই প্রতিবাদ আন্দোলন বলে জানান তারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments