Thursday, March 28, 2024
Homeআলিপুরদুয়ারদুর্গাপূজা নিয়ে অনিশ্চয়তা! আলিপুরদুয়ার কুমোরটুলিতে মুখে হাসি নেই মৃৎশিল্পীদের

দুর্গাপূজা নিয়ে অনিশ্চয়তা! আলিপুরদুয়ার কুমোরটুলিতে মুখে হাসি নেই মৃৎশিল্পীদের

মিল্টন সরকারের রিপোর্ট-  আসন্ন করোনার তৃতীয় ঢেউ। এর মধ্যে কি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আদৌ হবে কি না তা নিয়ে অত্যন্ত চিন্তিত মৃৎশিল্পীরা। দীর্ঘমেয়াদী লকডাউন, করোনা আবহের জেরে মৃৎশিল্পীদের অবস্থা শোচনীয়। তবে গত বছর বিভিন্ন বিধি নিষেধের মাঝেও দূর্গা পূজা হওয়ায় প্রতিমা তৈরি করতে পেরেছিলেন মৃৎশিল্পীরা, যার ফলে মুখে হাসি ফুটে ছিল তাদের। তবে এবছর পুজো হবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। কেন না বিশেষজ্ঞরা ইতিমধ্যেই জানিয়েছে করোনার তৃতীয় ঢেউ আসন্ন। আগস্ট সেপ্টেম্বর মাস থেকেই এই ঢেউ আছড়ে পড়তে চলেছে যার জেরে হয়তো বাতিল হতে পারে দুর্গাপূজা। তবে এ বিষয়ে সঠিক কোনো ইঙ্গিত এখনও পর্যন্ত পাওয়া না গেলেও সিঁদুরে মেঘ দেখছেন মৃৎ শিল্পীরা। আলিপুরদুয়ার জেলার কুমার টুলিতে মৃৎ শিল্পীদের ব্যস্ততা থাকলেও আশঙ্কার মধ্যেই রয়েছেন তারা। মৃৎশিল্পীরা বেশ কিছু দুর্গা প্রতিমা তৈরি করে ফেলেছেন।

দুর্গাপূজা নিয়ে অনিশ্চয়তা! আলিপুরদুয়ার কুমোরটুলিতে মুখে হাসি নেই মৃৎশিল্পীদের

More News –সাহেবগঞ্জ থানার বিশেষ অভিযানে উদ্ধার প্রচুর অবৈধ দেশী বিদেশি মদ, গ্রেফতার মোট ২৫

কোচবিহার জেলাশাসক মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি পাঠালো কামতা পুর প্রগ্রেসিভ পার্টি কোচবিহার

প্রতি বোতল কোল্ড্রিংসের উপরে ৫ টাকা করে বেশি নিচ্ছেন একশ্রেণীর ব্যবসায়ীরা

কন্যাশ্রী প্রকল্পের অ্যাম্বাসাডর করা হচ্ছে উচ্চমাধ্যমিকে রাজ্যে প্রথম রুমানাকে

ঈদ উপলক্ষ্যে কোচবিহারে ভবঘুরেদের রাতের আহার এর ব্যবস্থা করল ছাত্র মুর্তাজা আলি

বৃক্ষরোপণের মাধ্যমে অরণ্য সপ্তাহ পালন করল আলিপুরদুয়ার অগ্নিবীণা ক্লাব।

মৃৎশিল্পী গোপাল পাল এবং তারাপদ পাল বলেন, এবছর আদৌ পূজা হবে কিনা তা বোঝা যাচ্ছে না। গত বছর এই সময়ে করোনার প্রভাব অনেকটাই কমে গিয়েছিলো কিন্তু এবার তৃতীয় ঢেউ নিয়ে যে খবর পাচ্ছি তাতে আমরা অত্যন্ত চিন্তিত। পাশাপাশি মৃৎশিল্পীরা এও জানান সরকারের তরফে শিল্পীদের কোন রকম সাহায্য করা হচ্ছে না। গত বছর জেলাশাসক এর মাধ্যমে রাজ্য সরকার এর কাছে সাহায্যের আবেদন করলেও তার কোনো সদুত্তর মেলেনি। তাই নিজেদের কঠিন পরিশ্রমে প্রতিমা করেই এখন কোনমতে সংসার চালাচ্ছেন তারা। তবে এর মাঝে যদি দুর্গাপূজা না হয় তাহলে হয়তো আত্মহত্যার পথ বেছে নিতে হতে পারে বলে জানান মৃৎশিল্পী তারাপদ পাল।

আলিপুরদুয়ার থেকে মিল্টন সরকারের রিপোর্ট উত্তরের সংবাদ ২৪×৭

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments