Wednesday, May 1, 2024
Homeকোচবিহারবুড়িরহাট ১ অঞ্চল মহিলা তৃণমূলের কর্মীসভা অনুষ্ঠিত হল

বুড়িরহাট ১ অঞ্চল মহিলা তৃণমূলের কর্মীসভা অনুষ্ঠিত হল

রাহুল দেব বর্মন,বুড়িরহাট:
আজ রবিবার দিনহাটা ২নম্বর ব্লকের বুড়িরহাট ১নম্বর অঞ্চল মহিলা তৃণমূলের কর্মীসভা অনুষ্ঠিত হল। বিকেল ৩টে নাগাদ শুরু হয় এদিনের কর্মীসভা। প্রথমত দলীয় পতাকা উত্তোলন এরপর শহীদ বেদীতে মাল্যদানের পর বুড়িরহাট চৌপথি থেকে বাজার সংলগ্ন তৃণমূলের দলীয় কার্যালয় পর্যন্ত মহিলাদের একটি দীর্ঘ মিছিল অনুষ্ঠিত হয়। বিকেল ৪টে নাগাদ শুরু হয় মহিলা তৃণমূলের কর্মী সভা। তবে আজকের এই মহিলা তৃণমূলের কর্মী সভায় প্রায় দেড় হাজার মহিলার সমাগমে কর্মীসভা জনসভায় পরিণত হয়। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন দিনহাটা শহর ব্লক তৃণমূল যুব সভাপতি মৌমিতা ভট্টাচার্য।

বুড়িরহাট এক নম্বর অঞ্চল মহিলা তৃণমূলের সভানেত্রী অঞ্জলি বর্মন, দিনহাটা ২নম্বর ব্লক তৃণমূল সহ সভাপতি আব্দুল সাত্তার,বুড়িরহাট ১নম্বর অঞ্চল তৃণমূলের সভাপতি খগেশ্বর বর্মন, সহ-সভাপতি সঞ্জীব বর্মন, সাধারণ সম্পাদক অতুল চন্দ্র দাস, যুব তৃণমূল সভাপতি রাজীব বর্মন, অঞ্চল প্রধান নিরঞ্জন বর্মন সহ বহু নেতৃত্ব। মূলত আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে আজকের এই মহিলা তৃণমূলের কর্মীসভা জনসভায় পরিণত হওয়া নিয়ে কিন্তু বিশেষ তাৎপর্য মনে করছে রাজনৈতিক মহল। আজকের এই মহিলা কর্মীসভা থেকে তৃণমূল নেতৃত্বরা কেন্দ্রীয় সরকারকে বিভিন্ন বিষয়ে কটাক্ষ করার পাশাপাশি রাজ্য সরকারের জনকল্যাণ প্রকল্পগুলি সাধারণ মানুষের সামনে তুলে ধরেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী করার আহ্বান জানান।

অনান্য খবর- দেশের জার্সি গায়ে ট্রফি জয়ের স্বাদ মেসির, কোপা আমেরিকা ২০২১ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

বুড়িরহাট ১ অঞ্চল মহিলা তৃণমূলের কর্মীসভা অনুষ্ঠিত হল

পরের খবর- আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রীর সভার চূড়ান্ত পর্বের প্রস্তুতি

উত্তরের সংবাদ ডেস্কঃ উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী জনসভাকে ঘিরে চূড়ান্ত পর্বের প্রস্তুতি চলছে। মঞ্চ তৈরির কাজ চলছে এই মুহুর্তে। পাশাপাশি মাঠ স্যানিটাইজেশন এর কাজ ও চলছে। জানা গেছে আজ পহেলা ফেব্রুয়ারি শিলিগুড়িতে উত্তরবঙ্গ উৎসবের সূচনা করবেন এরপর সেখান থেকে পরদিন চলে যাবেন আলিপুরদুয়ার জেলার ফালাকাটা তে। সেখানে চা সুন্দরী সহ বেশ কিছু প্রকল্পের সুচনা করবেন। পরেরদিন ৩রা ফেব্রুয়ারি আলিপুরদুয়ারের ঐতিহাসিক প্যারেড গ্রাউন্ডে জনসভায় অংশ নেবেন। এদিন সকাল ১১ টায় জনসভা শুরু করার আগে আলিপুরদুয়ারের বীর শহীদ বিপুল রায়ের আপাদমস্তক মূর্তির উন্মোচন করবেন তিনি।

অনান্য খবর- হেলমেট বিহীনদের চকলেট উপহার , সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালিত হল সাহেবগঞ্জে

আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে আলিপুরদুয়ারের ব্যাপক সংখ্যক আদিবাসী ভোটকে নিজেদের ঝুলিতে রাখতে মরিয়া তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সে ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কর্মী এবং সাধারণ মানুষকে কী বার্তা দেবেন সেটাই এখন দেখার বিষয়। পাশাপাশি ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে আলিপুরদুয়ার এর সব কটি বিধানসভা নিজেদের কব্জায় রাখতে আলিপুরদুয়ার জেলার জন্য নতুন কোনো চমক আছে কিনা তা বোঝা যাবে সেই সভা মঞ্চ থেকে। আজ মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিদর্শনে আসেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃদুল গোস্বামী, আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী,পৌরসভার প্রশাসক মিহির দত্ত,প্রাক্তন প্রশাসক দীপ্ত চ্যাটার্জি এবং অন্যান্যরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments