Saturday, April 27, 2024
Homeকোচবিহারতুফানগঞ্জে এক ভাঙাচোরা বিক্রেতার থেকে প্রচুর জব কার্ড উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য

তুফানগঞ্জে এক ভাঙাচোরা বিক্রেতার থেকে প্রচুর জব কার্ড উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য

কোচবিহার:
সোমবার সকালে এক ভাঙাচোরা ছেঁড়া কাগজপত্র বিক্রেতার থেকে উদ্ধার হয় প্রচুর সংখক জব কার্ড। আর তাই নিয়ে চাঞ্চল্য ছড়ালো তুফানগঞ্জ মহাকুমার মারুগঞ্জ বাজারের আলু ধোয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয় সূত্রে জানানো হয়েছে, স্বল্প শিক্ষিত ভাঙাচোরা ব্যবসায়ী মাধব দাস গত শনিবার মারুগঞ্জ এলাকার কোন একজনের বাড়ি থেকে বেশ কিছু পুরনো কাগজপত্র কিনে নিয়ে আসেন। সেগুলি যখন বিক্রি করতে যান তখন দেখা যায় ওই কাগজ পত্র গুলির মধ্যে প্রচুর সংখ্যক পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদিত প্রচুর সংখ্যক জব কার্ড রয়েছে। মাধব বাবু মনে করতে পারেননি কোন বাড়ি থেকে এই কাগজগুলি তিনি কিনেছিলেন। তবে কাগজগুলি বিক্রি না করে তিনি প্রশাসনের হাতে তুলে দেবেন বলে নিয়ে আসেন। সেই সাথে তিনি প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন তার উপরে কোনরকম চাপ সৃষ্টি হলে সেটা যেন প্রশাসন দেখে নেয়।

অনান্য খবর- ড্রাগন ফল চাষ করে লাভের মুখ দেখছেন মাথাভাঙ্গার কৃষক নির্মল বর্মন

ইতিমধ্যেই বিষয়টিতে মন্তব্য করেছেন তুফানগঞ্জ বিজেপির আহবায়ক উৎপল দাস। তিনি বলেন, জব কার্ড যখন পাওয়া গেছে অবশ্যই তা কোন তৃণমূল নেতার বাড়ি থেকেই পাওয়া যাবে। আমরা মাধব বাবুর সাথে যোগাযোগ করে বাড়িটি শনাক্ত করার ব্যবস্থা করছি। কোন অসৎ উদ্দেশ্যে এই জব কার্ড গুলি আটকে রাখা হয়েছিল বলেও দাবি করেন উৎপল বাবু। তবে এই বিষয়ে বিজেপির তরফ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

তুফানগঞ্জে এক ভাঙাচোরা বিক্রেতার থেকে প্রচুর জব কার্ড উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য

অনান্য খবর- বিভিন্ন দাবি নিয়ে দিনহাটা কলেজের অধ্যক্ষকে ডেপুটেশন দিল ভারতের ছাত্র ফেডারেশন

ডক্টর হর্ষবর্ধনের জায়গায় নতুন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হলেন মনসুখ মাণ্ডবিয়া

রাজ্য সভানেত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আলিপুরদুয়ার যুব তৃণমূল সভাপতি

পরের খবর – পশ্চিম মেদিনীপুরের ডেবরায় কোভিড হাসপাতালের উদ্বোধন করলেন দেব

পশ্চিম মেদিনীপুরের ডেবরায় কোভিড হাসপাতালের উদ্বোধন করলেন অভিনেতা তথা সাংসদ দেব। সোমবার তিনি হাসপাতালটির উদ্বোধন করেন। একই সঙ্গে ঘুরে দেখেন হাসপাতালটিও। হাসপাতালটিতে রয়েছে ভেন্টিলেশন সহ যাবতীয় আধুনিক চিকিৎসা পরিষেবা। হাসপাতালটিতে রয়েছে ১৩৫টি বেড। প্রসঙ্গত, এর আগে পশ্চিম মেদিনীপুর জেলায় তিনটি কোভিড হাসপাতাল ছিল- শালবনী সুপার স্পেশালিটি হসপিটাল, মেদিনীপুর মেডিকেল কলেজ এবং আয়ুশ হাসপাতাল। নতুন কোভিড হাসপাতাল পেলে উপকৃত হবেন সাধারণ মানুষ, আশাবাদী দেব।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments