Friday, April 26, 2024
Homeখেলাধূলাতিন ফর্ম্যাটেই এখন অধিনায়ক হলেন রোহিত, শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণা

তিন ফর্ম্যাটেই এখন অধিনায়ক হলেন রোহিত, শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণা

ভারতের টেস্ট দলের অধিনায়কত্বের ব্যাটন উঠল রোহিত শর্মার হাতে। তার ফলে ভারতের তিন ফর্ম্যাটের ক্রিকেটেই ভারতের অধিনায়ক হলেন ‘হিটম্যান’। সেইসঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, রোহিত টেস্ট দলের স্থায়ী অধিনায়ক হতে চলেছেন।

শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই। অধিনায়ক হিসেবে রোহিতের নাম ঘোষণা করা হয়েছে। সঙ্গে বোর্ডের তরফে জানানো হয়েছে, শুধুমাত্র শ্রীলঙ্কা সিরিজের জন্য রোহিতকে টেস্ট দলের অধিনায়ক করা হয়নি। স্থায়ীভাবেই তাঁর হাতে ভারতের টেস্ট দলের অধিনায়কত্বের ব্যাটন তুলে দেওয়া হয়েছে। বিরাট কোহলির পরে যে রোহিতকে অধিনায়ক করা হবে, তা নিয়ে কারও দ্বিমত ছিল না বলেও জানিয়ে দেন জাতীয় নির্বাচক কমিটির প্রধান চেতন শর্মা।

তবে রোহিত যেহেতু তিন ফর্ম্যাটেই ভারতের নেতৃত্ব দেবেন এবং আগামিদিনে একাধিক সিরিজ আছে, তাই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য ভারতীয় তারকাকে কোনও কোনও সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে। তারইমধ্যে তাঁর অধীনে ভবিষ্যতের অধিনায়কদের গড়ে তোলা হবে বলেও জানান জাতীয় নির্বাচক কমিটির প্রধান। তিনি সরাসরি বলে দিয়েছেন, ‘রোহিত শর্মা আমাদের দেশের এক নম্বর ক্রিকেটার। তিনটি ফর্ম্যাটেই খেলেন রোহিত। কীভাবে রোহিতের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করা যায়, তা দেখতে হবে।’

দেখে নিন শ্রীলঙ্কার সিরিজের জন্য ঘোষিত টি-২০ দল

রোহিত শর্মা (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড়, ঈশান কিষান, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার, দীপক হুডা, জসপ্রীত বুমরাহ (সহ অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ, সঞ্জু স্যামসন, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, আবেশ খান

ঘোষিত টেস্ট দল

রোহিত শর্মা (অধিনায়ক), ময়ঙ্ক আগরওয়াল, প্রিয়ঙ্ক পাঞ্চাল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, হনুমা বিহারি, শুভমন গিল, ঋষভ পন্থ, কেএস ভরত, রবিচন্দ্রন অশ্বিন (ফিটনেসের উপর নির্ভর করবে), জয়ন্ত যাদব, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ (সহ অধিনায়ক), মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, সৌরভ কুমার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments