Thursday, May 2, 2024
Homeকোচবিহারমাথাভাঙ্গা রামকৃষ্ণ সেবা সদনের পক্ষ থেকে শহরে শাশ্বত রথ নিয়ে শোভাযাত্রার আয়োজন

মাথাভাঙ্গা রামকৃষ্ণ সেবা সদনের পক্ষ থেকে শহরে শাশ্বত রথ নিয়ে শোভাযাত্রার আয়োজন

মাথাভাঙ্গা রামকৃষ্ণ সেবা সদনের পক্ষ থেকে মাথাভাঙ্গা শহরে শাশ্বত রথ নিয়ে শোভাযাত্রা আয়োজিত হলো। গতকাল সন্ধ্যেবেলা শাশ্বত রথ মাথাভাঙ্গা শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সদনে ভিতরে প্রবেশ করে। রবিবার সকালে ওই রথ নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। রামকৃষ্ণ সেবা সদনের পক্ষ থেকে সম্পাদক সুধাংশু দাস জানান, এই রথ সারা উত্তরবঙ্গব্যাপী প্রদক্ষিণ করে স্বামীজীর আদর্শ প্রচার করেছেন এবং সেই রথ অবশেষে মাথাভাঙ্গা শহরে এসে পৌঁছালো বলে তারা জানান। একদিকে যেমন রথ নিয়ে মাথাভাঙ্গা শহর জুড়ে শোভাযাত্রা করা হয় তেমনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সভারও আয়োজন করা হয় বলে জানা গেছে। আনন্দর আদর্শ ভাবনাচিন্তা সম্পর্কিত আলোকপাত করেন বিভিন্ন মঠের মহারাজগণ। শোভাযাত্রাকে কেন্দ্র করে এদিন সেখানে ভক্ত প্রাণ মানুষের ভিড় লক্ষ্য করা যায়। সুধাংশু বাবু আরো জানান, দুপুরবেলায় মধ্যাহ্নভোজন শেষ হওয়ার পরে সন্ধ্যেবেলায় ভক্তবৃন্দদের নিয়ে আবারো আলোচনায় অংশগ্রহণ করা হবে। আলোচনা শেষ হওয়ার পর সাতশত রথ টি শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সদনে থাকবে। সেই রাত আবার সুসজ্জিতভাবে রামকৃষ্ণ সেবা সদন থেকে মাথাভাঙ্গা হয়ে পঞ্চানন মোর দিয়ে শীতলকুচি হয়ে সিতাই পৌছবে, তারপর সিতাই থেকে দিনহাটা এবং চৌধুরীহাট আশ্রমে গিয়ে পৌঁছবে। সেখানেও বর্ণাঢ্য শোভাযাত্রা হবে এবং স্বামী বিবেকানন্দের আদর্শ প্রচার করা হবে।। এই কর্মসূচিকে কেন্দ্র করে রামকৃষ্ণ সেবা সদনের সমস্ত পদাধিকারী এবং কর্মীদের মধ্যে এবং ভক্তবৃন্দদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গেছে চোখে পড়ার মতো।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments