Thursday, May 2, 2024
Homeআলিপুরদুয়ারআলিপুরদুয়ার জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন।

আলিপুরদুয়ার জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন।

অর্ঘ্যদীপ দেবনাথের রিপোর্ট আলিপুরদুয়ার

আলিপুরদুয়ার এর দৈনিক পথচলতি বাস ড্রাইভার, অটো, টোটো, ঠেলাচালকদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এবারে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করল জেলা সদর ট্রাফক পুলিশ।
বুধবার আলিপুরদুয়ার শহরের প্রাণকেন্দ্র চৌপথীতে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় যেখানে স্বতঃস্ফূর্তভাবে বাস ড্রাইভার, অটো, টোটো, ঠেলাচালকদের উপস্থিতি লক্ষ করা যায়। মূলত প্রত্যেকদিন নিজেদের কাজে ছুটতে গিয়ে নিজেদের স্বাস্থ্য ঠিক রাখার কথা ভুলেই যান আর অর্থের অভাবে স্বাস্থ্য পরীক্ষাও করাননা বাস ড্রাইভার সহ টোটো অটো ও ঠেলাচালকেরা। এমনকি প্রায়শই শারিরীক অসুস্থতার দরুন দুর্ঘটনার কবলে পড়েন এনারা। তাই এনাদের শরীর ঠিক থাকলে দুর্ঘটনাও কম হবে পাশাপাশি জোর কদমে নিজেদের কাজেও ছুটতে পারবে তার আশাতেই এদিনের এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।এদিন সেখানে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি ঔষধও প্রদান করা হয় বলে জানা যায়। এদিনের শিবিরে আসা মানুষজন বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে অত্যন্ত খুশি হয়ে সাধুবাদ জানিয়েছেন জেলা সদর ট্রাফিক পুলিশকে।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক টেনজিং ভুটিয়া, জেলা সদর ট্রাফিক ওসি সমরেশ রাউথ সহ আরও অনেকে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments