Monday, April 29, 2024
Homeরাজনীতিচার বছর নয়। অগ্নিবীরদের ষাট বছর পর্যন্ত চাকরি নিশ্চিত করতে হবে: মমতা...

চার বছর নয়। অগ্নিবীরদের ষাট বছর পর্যন্ত চাকরি নিশ্চিত করতে হবে: মমতা বন্দ্যোপাধ্যায়

চার বছর নয়। অগ্নিবীরদের ষাট বছর পর্যন্ত চাকরি নিশ্চিত করতে হবে। আসানসোল থেকে এই দাবি তুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হুঙ্কার, লোকসভা ভোটকে সামনে রেখে চাকরির ললিপপ ঝোলাচ্ছে কেন্দ্র। এভাবে সেনাবাহিনীকে ভোটের কাজে ব্যবহার করতে দেব না। মমতার কথায়, চার মাস প্রশিক্ষণ দিয়ে চার বছরের জন্য নিয়োগ করার কথা বলেছে। এটা হতে পারে না।

অগ্নিপথ প্রকল্প ঘোষণার পর থেকেই তার বিরোধিতায় সুর চড়িয়েছে একাধিক বিরোধী রাজনৈতিক দল। তৃণমূল কংগ্রেসও এর বিরোধিতা করেছে। এদিন সেই অগ্নিপথ প্রকল্প নিয়ে ফের একবার কেন্দ্রকে আক্রমণ করে মমতা বলেন, কেন্দ্র বলেছে চার বছর পর অগ্নিবীর (প্রাক্তন) চাকরি দেওয়ার কথা বলেছে এটা হতে পারে না। রাজ্য আগে তার নিজের নাগরিকদের চাকরির বন্দবস্ত করবে। মমতার কথায়, কেন্দ্রের বিজেপি সরকারের আবর্জনা আমি কেন পরিষ্কার করব?

অগ্নিপথ প্রকল্পের নিন্দার পাশাপাশি কেন্দ্রীয় সরকার বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ বন্ধ করে দেশে বেকারের সংখ্যা বাড়িয়েছে বলেও এদিন অভিযোগ করেন তৃণমূলনেত্রী। তাঁর কথায়, চাকরি নেই। জিনিসপত্রের অস্বাভাবিক দাম। আর এসব কথা বললেই ইডি, সিবিআই দিয়ে ভয় দেখানো হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments