Sunday, April 28, 2024
Homeকোচবিহারসিতাইয়ে বিএসএফের গুলিতে ফের মৃত্যু হল এক পাচারকারীর

সিতাইয়ে বিএসএফের গুলিতে ফের মৃত্যু হল এক পাচারকারীর

সিতাই

বিএসএফের গুলিতে ফের মৃত্যু হল এক পাচারকারীর। শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটেছে দিনহাটার সিতাই ব্লকের নিজামুদ্দিন কুটি সীমান্ত এলাকায়। মৃত ওই পাচারকারীর নাম সিরাজুল হক। তার বাড়ি দিনহাটার নয়ারহাট এলাকায়।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, এদিন রাতে দিনহাটার সিতাই ব্লকের নেছামুদ্দিন কুঠি সীমান্ত এলাকা দিকে একদল পাচারকারী বাংলাদেশে গরু পাচার করছিল। সেই সময় সীমান্তে টহলরত বিএসএফ জওয়ান তা প্রতিহত করার চেষ্টা করে। পাচারকারীরা উল্টো বিএসএফের উপর চড়াও হয়। সেই সময় বিএসএফ গুলি চালাতে বাধ্য হয় । ফলে এক পাচারকারীর গায়ে গুলি লাগলে সে দৌড়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে যায়। সেখানেই তার মৃত্যু হয়। মৃতদেহ বাংলাদেশের বর্ডার গার্ডের হেফাজতে রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ বিষয়ে সিতাইয়ের বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া বলেন, আমরা গরু পাচার এবং চোরাচালানের বিরুদ্ধে। প্রকৃতপক্ষে যারা পাচারকারী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক। পাচারকারীদের কোনদিন সমর্থন করেনা তৃণমূল কংগ্রেসে। বি এস এফের ক্ষমতার এক্তিয়ার পঞ্চাশ কিলোমিটার করার পর সীমান্তে বিএসএফের অত্যাচার বেড়ে চলেছে। নির্দোষ মানুষকে নেশাজাতীয় দ্রব্য দিয়ে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। সীমান্তে কৃষকদের চাষে বাধা দিচ্ছে। বেশ কিছুদিন ধরেই বিএসএফ’র গুলি চালাচ্ছে।
প্রসঙ্গত উল্লেখ্য, মাস কয়েক আগে সিতাইয়ের সাত ভান্ডারী সীমান্তে বিএসএফের গুলিতে মৃত্যু হয় দুই ব্যক্তি। মৃত ওই ব্যক্তিরা সীমান্তে গরু পাচার করছিল বলে বিএসএফের তরফ থেকে অভিযোগ করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments