Tuesday, April 30, 2024
Homeকোচবিহারগরমের থেকে স্বস্তি দিতে NBSTC গাড়ির চালক ও কন্ডাক্টরদের পানীয় জল,গ্লুকন্ডি প্রদান

গরমের থেকে স্বস্তি দিতে NBSTC গাড়ির চালক ও কন্ডাক্টরদের পানীয় জল,গ্লুকন্ডি প্রদান

গোটা উত্তরবঙ্গ জুড়ে তীব্র দাবদাহের জেরে বিপর্যস্ত জনজীবন। গরমে হাসফাঁস করছে মানুষ। এমত অবস্থায় দাঁড়িয়ে থেকে অনবরত পরিষেবা দিয়ে যাচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বাস চালক,কন্ডাক্টর ও কর্মীরা। শনিবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়ের উদ্যোগে গরমের থেকে কিছুটা স্বস্তি দিতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার গাড়ির চালক ও কন্টাক্টারদের হাতে পানীয় জল ও গ্লুকন্ডি তুলে দেওয়া হলো। এই বিষয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানিয়েছেন যে, যতদিন এই তীব্র দাবদাহ চলবে যতদিন এই পানীয় জল এবং গ্লুকোন্ডির পরিষেবা দেওয়া হবে। এই তীব্র দাবদাহের জেরে অত্যন্ত কষ্টের মধ্যে পরিষেবা দিয়ে যাচ্ছেন বাসচালক ও কন্টাকটাররা। তাই কর্মরত অবস্থায় তীব্র দাবদাহের থেকে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য ঠান্ডা পানীয় জলের বোতল তুলে দেওয়া হলো তাদের হাতে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments