Thursday, April 25, 2024
Homeদেশরাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহার সমর্থনে এগিয়ে এল আম আদমি পার্টি

রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহার সমর্থনে এগিয়ে এল আম আদমি পার্টি

রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহার সমর্থনে এগিয়ে এল আরও এক বিরোধী দল৷ শনিবার আপের তরফে তৃণমূল প্রস্তাবিত বিরোধী জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থীকে সমর্থনের কথা ঘোষণা করা হয়৷ এদিন আপ সাংসদ সঞ্জয় সিং জানান, রাষ্ট্রপতি নির্বাচনে আপের বিধায়ক ও সাংসদরা যশবন্তকেই ভোট দেবেন৷ আপকে ধরলে ৯টি রাজনৈতিক দলের সমর্থন চলে এল যশবন্ত সিনহার ঝুলিতে৷ এর আগে কংগ্রেস, টিআরএস, সমাজবাদী পার্টি, আরজেডি, এনসিপি, ডিএমকে এবং মিম তাঁকে সমর্থনের কথা জানায়৷

রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি দাঁড় করিয়েছে জনজাতি সম্প্রদায়ের প্রতিনিধি দ্রৌপদী মুর্মুকে৷ তাঁকে সমর্থন করেছে জেডি(ইউ), এডিএমকে, এসএস, ওয়াইএসআর কংগ্রেস, টিডিপি, জেএমম, এসকেএম, এনপিপি এবং বিজেডি৷ জনপ্রতিনিধিদের সংখ্যার বিচারে রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি প্রথম থেকেই এগিয়ে ছিল৷ তার উপর অন্যান্য দলগুলি দ্রৌপদীর সমর্থনে এগিয়ে আসায় নির্বাচনে বিজেপি প্রার্থীর জয় নিশ্চিত হয়ে গিয়েছে৷ তা সত্ত্বেও এদিন আপ যশবন্তকেই সমর্থনের কথা ঘোষণা করে৷ দলের সাংসদ সঞ্জয় সিং বলেন, ‘আমরা দ্রৌপদী মুর্মুকে সম্মান করি৷ কিন্তু আপ বিরোধী প্রার্থী যশবন্ত সিনহাকেই সমর্থন করবে৷’

বিজেপি ও কংগ্রেসের পর আপ একমাত্র দল যারা দুটি রাজ্যে ক্ষমতায়৷ দিল্লিতে ৬২ এবং পঞ্জাবে তাদের ৯২ জন বিধায়ক আছেন৷ গোয়াতে আছেন দু’জন বিধায়ক৷ রাজ্যসভায় তাদের ১০ জন সদস্য আছেন৷ এদিন আপের রাজনৈতিক পরামর্শদাতা কমিটির বৈঠক ছিল৷ তাতে যোগ দেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া, পঞ্জাবের সাংসদ রাঘব চাড্ডা-সহ অন্যান্যরা৷ এই বৈঠকের পরই যশবন্তকে সমর্থনের কথা জানায় আপ৷ আগামী ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন৷

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments