Saturday, May 4, 2024
HomeBreaking newsকোভিশিল্ড নিলে কোভ্যাক্সিনের তুলনায় তৈরি হচ্ছে বেশি অ্যান্টিবডি, চাঞ্চল্যকর তথ্য উঠে এল...

কোভিশিল্ড নিলে কোভ্যাক্সিনের তুলনায় তৈরি হচ্ছে বেশি অ্যান্টিবডি, চাঞ্চল্যকর তথ্য উঠে এল নতুন গবেষণায়

কোভিশিল্ড (Covishield) নিলে কোভ্যাক্সিনের (Covaxin) তুলনায় তৈরি হচ্ছে বেশি অ্যান্টিবডি। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে নতুন গবেষণায় ( Covaxin Vs Covishield)। গবেষকদের দাবি, সার্ভেতে অংশগ্রহণ করেছিলেন একাধিক চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী। তাঁদের মধ্যে কেউ নিয়েছিলেন কোভিশিল্ড এবং কেউ কোভ্যাক্সিন। তাঁদের শরীরে তৈরি হওয়া অ্যান্টিবডির ভিত্তিতে এই পরীক্ষা করা হয় বলে খবর। গবেষণাতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। গবেষণায় দেখা গিয়েছে, দুই প্রতিষেধকই করোনাভাইরাস আটকাতে এবং শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতে যথেষ্ট সক্ষম। কিন্তু তারতম্য রয়েছে অ্যান্টিবডিতে। প্রথম ডোজ নেওয়ার পরই কোভিশিল্ডের (Covishield) কার্যক্ষমতা তৈরি হয় ৭০ শতাংশ। সেখানে কোভ্যাক্সিনের কার্যক্ষমতা ধরা পড়ে ৮১ শতাংশ। এই গবেষণায় মোট ৫১৫ জন স্বাস্থ্যকর্মী অংশগ্রহণ করেন। যার মধ্যে ৪২৫ জন কোভিশিল্ড (Covishield) নিয়েছিলেন, বাকি জন কোভ্যাকসিন (Covaxin)। তাঁদের মধ্যে ৯৫ শতাংশের শরীরে দ্বিতীয় ডোজ নেওয়ার পর বেশি সংখ্যায় অ্যান্টিবডি পাওয়া গিয়েছে। দেখা গিয়েছে, কোভিশিল্ড (Covishield) নিলে শরীরে তৈরি হচ্ছে ৯৮.১ শতাংশ অ্যান্টিবডি। সেখানে কোভ্যাকসিনে (Covaxin) পাওয়া যাচ্ছে ৮০ শতাংশ। এমনটাই তথ্য উঠে এসেছে বলে দাবি গবেষকদের।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments