Thursday, April 25, 2024
Homeকোচবিহারব্ল্যাকবোর্ডের মধ্যে রয়েছে গুলির স্পষ্ট দাগ! শীতলকুচিতে তদন্তে CID এর বিশেষ প্রতিনিধি...

ব্ল্যাকবোর্ডের মধ্যে রয়েছে গুলির স্পষ্ট দাগ! শীতলকুচিতে তদন্তে CID এর বিশেষ প্রতিনিধি দল

কোচবিহার:
শীতলকুচির বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলি কাণ্ডে তদন্ত শুরু করল CID। সোমবার ৫/১২৬ নম্বর বুথ পরিদর্শন করেন CID-র ফরেনসিক ব্যালেস্টিক দল। তিন সদস্যের বিশেষজ্ঞ দল এদিন বুথে প্রায় ঘণ্টাখানেক ছিলেন। বিশেষজ্ঞরা বুথের ভেতরে ফরেনসিক অ্যাক্সামিনেশন করেন। সেখানে দেখা যায়, স্কুলবাড়িটির ব্ল্যাকবোর্ডের মধ্যে রয়েছে গুলির স্পষ্ট দাগ।

এদিন শীতলকুচির ওই বুথের মাঠটিও দড়ি দিয়ে ঘিরে ফেলা হয়। গ্রামবাসীদের ঘটনাস্থলে ঢোকার অনুমতি দেওয়া হয়নি। বিশেষজ্ঞ দল কোচবিহারের পুলিশ আধিকারিকদের ঘটনা প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করেন। কোথায় কোথায় গুলিবিদ্ধ দেহ পড়ে ছিল, তা জানতে চাওয়া হয়। বুথের ভেতরে দরজার তালা খুলে গিয়ে ব্ল্যাকবোর্ডে গুলির দাগ চিহ্নিত করে CID টিম। মেঝে থেকে কতটা উচুতে গুলির দাগ রয়েছে তাও মেপে নেন বিশেষজ্ঞরা। ঘটনাস্থল ও বুথের ভেতরের ছবি ক্যামেরাবন্দি করেন তাঁরা। তদন্তকারী সংস্থার অনুমান, সেদিন বুথ লক্ষ্য করেই গুলি চলেছিল। ব্ল্যাকবোর্ডে গিয়ে আটকে যায় সেই গুলি।

পরিবারউল্লেখ্য, চতুর্থ দফার ভোটের দিন শীতলকুচির ১২৬ নং বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যু হয়। এই ঘটনায় জখম হন বেশ কয়েকজন। এই ঘটনার তদন্ত শুরু হওয়ার পর থেকেই দফায় দফায় শীতলকুচির প্রশাসনিক আধিকারিক সহ কেন্দ্রীয় বাহিনীর অভিযুক্ত জওয়ানদের ভবানী ভবনে জিজ্ঞাসাবাদ করেছে CID। প্রসঙ্গত, গত ১৭ মে CID-র বিশেষ তদন্তকারী দল ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন।
কোচবিহারের আরও খবরের জন্য ক্লিক করুন।

প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন উত্তরের সংবাদ ২৪×৭ এর ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments