Sunday, April 28, 2024
Homeকোচবিহারকোচবিহার শহরের মাঝামাঝি মৃত্যুফাঁদ, হুঁশ নেই প্রশাসনের

কোচবিহার শহরের মাঝামাঝি মৃত্যুফাঁদ, হুঁশ নেই প্রশাসনের

নিজস্ব সংবাদদাতাঃ
পৌরসভা বলছে p.w.d. এর কাজ, আবার p.w.d. বলছে রাজ্য সড়ক নির্মাণ সংস্থার কাজ, মহাকুমা প্রশাসন বলছে বিষয়টি দেখছি। দায়সারা উত্তরের পাশে ক্রমাগত মৃত্যুফাঁদে পরিণত হচ্ছে কোচবিহার স্টেশনে চৌপতি।

অত্যন্ত গুরুত্বপূর্ণ কোচবিহার স্টেশন চৌপতি। বলাবাহুল্য কোচবিহারের সমস্ত গাড়ি মহাকুমার উদ্দেশ্যে এই চৌপতি দিয়েই যাতায়াত করে। দৈনিক কমপক্ষে 1000 গাড়ি যাতায়াত করে এই রাস্তা দিয়ে। কিন্তু বেহাল রাস্তা ক্রমাগত দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। রাস্তার পাশেই এক ভবন নির্মাণের জন্য দীর্ঘদিন থেকেই রাস্তার কাজে হাত দিতে পারছেনা পিডাব্লিউডি বলে অভিযোগ। যত্রতত্র গর্ত হয়ে রয়েছে। গর্ত ভরাট করতে ব্যবহার করা হচ্ছে ইট। ইট হয়ে উঠছে আরও বিপদজনক। দুই হাজার কুড়ি 2021 মিলিহে স্টেশন চৌপথি তে নথি অনুযায়ী মোট সড়ক দুর্ঘটনার সংখ্যা একশোর উপরে। মৃত্যু দুই জনের। এরপরেও উদাসীন প্রশাসন। ট্রাফিক পয়েন্ট রয়েছে কিন্তু সেখানে মোটরবাইক ধরা ছাড়া ট্রাফিক সিভিক ভলেন্টিয়ার রা বিশেষ কোন কাজ করেন না বলে স্থানীয় সূত্রে অভিযোগ। সামান্য বৃষ্টি হলে রাস্তার অবস্থা হয়ে ওঠে আরও ভয়াবহ। P.w.d. সূত্রে জানানো হয়েছে, দীর্ঘদিন থেকেই রাস্তা সারাই করার চেষ্টা করা হলেও টেন্ডার পাওয়া যাচ্ছে না। এই স্টেশন যুবতীর একটা কোনায় অবস্থিত শহর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতির কার্যালয়। আরেক পাশে রয়েছে সার্কিট হাউস। সরকারি অতিথিদের জন্য ডাকবাংলো। অথচ বেহাল সড়ক। স্থানীয় বাসিন্দা মনোরঞ্জন চক্রবর্তী জানান, প্রায় দিনই সড়ক দুর্ঘটনা হয় এই চৌপথি তে। একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেও কোনো লাভ হয়নি। সামনে পুজো এই রাস্তা আরও ব্যস্ত হয়ে উঠবে। কোচবিহার সদর মহকুমা শাসক রাকিবুল রহমান বলেন, বিষয়টি নিয়ে ইতিমধ্যে p.w.d. সাথে কথা হয়েছে দ্রুত সমস্যার সমাধান করার ব্যবস্থা করা হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments