Thursday, April 18, 2024
Homeকোচবিহারফের মানবিকতার পরিচয় দিল আস্থা ফাউন্ডেশন

ফের মানবিকতার পরিচয় দিল আস্থা ফাউন্ডেশন

কোচবিহারঃ
ফের মানবিকতার পরিচয় দিলো আস্থা ফাউন্ডেশন। তিন বছর আগে পথদুর্ঘটনায় একটি পা হারিয়েছিলেন কোচবিহার ২ নং ব্লকের ধিকারপুল সংলগ্ন চন্দনচৌড়া গ্রামের বাস কন্টাডটর কার্তিক ঘোষ। দুর্ঘটনায় পা কাটা পড়ার কারণে কর্মহীন হয়ে পড়ে কার্তিক বাবুর পরিবার। অসহায় সেই পরিবারের পাশে দাঁড়ালেন আস্থা ফাউন্ডেশন এর সদস্যরা। পুজো উপলক্ষে পরিবারের হাতে বস্ত্র তুলে দিলেন তারা। লকডাউন পরিস্থিতির মধ্যে পরিবারের অবস্থা অনেকটাই সঙ্কটজনক হয়ে উঠেছিল। সেই সময়ে কেউ খোজ নেয়নি বলে জানিয়েছে কার্তিক বাবু এবং তার পরিবারের সদস্যরা। দুর্ঘটনার আড়াই বছর কেটে গেলেও মেলেনি ক্ষতিপূরণ বা সরকারি সহযোগিতা।মেলেনি দুর্ঘটনাজনিত বীমার টাকা। শারদ উৎসবে পরিবারের মুখে হাসি ফোটাতে এগিয়ে এলো আস্থা ফাউন্ডেশন। বাড়ির সকলকে পুজা উপলক্ষে নতুন বস্ত্র তুলে দিলেন তারা। পাশাপাশি আগামী ৩মাস এর জন্য চাল, ডাল,তেল,মুড়ি,ডিম, সহ বাড়ির নানান দ্রবাদী তুলে দেওয়া হয়।

আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে এই দিন উপস্থিত ছিলেন শংকর রায়, চিরঞ্জিত মৈত্র বিপ্লব দাস জুলি রায় এবং অন্যান্যরা।

আস্থা ফাউন্ডেশন এর এই মানবিক উদ্যোগ কে ধন্যবাদ জানিয়েছে ওই পরিবার।

আস্থা ফাউন্ডেশনের সম্পাদক শংকর রায় বলেন,অসহায় পরিবারের পাশে দাঁড়াতে পেরে আমরা অত্যন্ত খুশি। শারদ উৎসবে ওদের মুখে কিছুটা হাসি ফোটাতে পেরেছি আমরা। আগামী দিনে ওদের কিছু প্রয়োজন হলে আমরা পাশে দাঁড়াবো।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments