Saturday, May 11, 2024
Homeমালদালকডাউন! দু'মুঠো অন্নের সংস্থান বড় চিন্তার কারণ ভ্যান চালকদের

লকডাউন! দু’মুঠো অন্নের সংস্থান বড় চিন্তার কারণ ভ্যান চালকদের

মালদাঃ- -রাজ্য জুরে যে ভাবে করোনা সংক্রমনের লাগাম ছাড়া হয়ে পরে ছিলো সেই দিকে নজর রেখে রাজ্য সরকারের তরফে রাজ্য জুরে করা হয়েছিলো ১৫ দিনের লকডাউন সেই লক ডাউন শেষ হতে না হতে আবার ঘোষণা করে রাজ্য সরকার১৫ দিনের লক ডাউন ।এই লকডাউনে বন্ধ হরে রয়েছে গণপরিবহন,বন্ধ সরকারি-বেসরকারি অফিস।যার ফলে বিপাকে পড়েছে হবিবপুর ব্লকের আইহো অঞ্চলের ভ্যান চলকেরা ।কর্মহীন অবস্থায় দুষ্কর হয়ে পড়েছে তাদের সংসার চালানো। দু’বেলা দু’মুঠো অন্নের সংস্থান করাটাই এখন একমাত্র তাদের বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।রেশনে যা পাই তাতেই তাদের সংসার চালাতে হচ্ছে। প্রতিদিনই প্রায় আইহো বাজারে ভ্যান চালকেরা বসে থাকে অর্থ উপার্জনের আসাই।লক ডাউন হওয়ার পর থেকে আইহো এলাকায় গাড়ি চলাচল বন্ধ তার জেরে শুনশান রাস্তাঘাট। সকাল সাতটা থেকে দশ-টা পর্যন্ত খোলা বাজার। আর দশ টা বাজলেই আইহো বাজার শুনশান হয়ে পরছে। রাস্তায় দেখা নেই যাত্রী থেকে কোন দোকান, ফলে রোজগার পুরোপরি বন্ধ।লকডাউনের আগে সকাল থেকে সন্ধ্যা অবধি ভ্যান ঠেলে রোজগার হত তিনশো থেকে পাঁচশো টাকা কিন্তু লকডাউন ঘোষণার পর থেকেই সেই উপার্জন দাড়িয়েছে ৪০ থেকে ৫০ টাকা। যার ফলে সংসার চালানো তাদের দুষ্কর হয়ে পড়েছে।এখন ভ্যান চালকদের পরিবারের সংসার চালানো দায় হয়ে গিয়েছে এখন আইহো বাজারের ভ্যান চালকেরা এখন তাকিয়ে রয়েছে সরকারি সাহায্য দিকে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments