Sunday, April 28, 2024
Homeকোচবিহারকোচবিহার জেলা পুলিশের ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী পর্যায়ে গুড়িয়াহাটি

কোচবিহার জেলা পুলিশের ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী পর্যায়ে গুড়িয়াহাটি

কোচবিহারে চূড়ান্ত পর্বের মহারাজা জগদ্দিপেন্দ্র নারায়ন বাহাদুর নকআউট ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠিত হলো। কোচবিহার পুলিশ লাইন ময়দানে খেলার চূড়ান্ত পর্বের খেলা হয়।

এদিনের এই খেলায় উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পুলিশ সুপার সুমিত কুমার, অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ, ডিএসপি হেডকোয়ার্টার সহ উচ্চপদস্থ আধিকারিকরা।

এছাড়াও কোচবিহার পৌরসভার নবনির্বাচিত কুড়ি জন কাউন্সিলর ও উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কোচবিহার জেলার মহারাজাকে সম্মান জানিয়ে ও কোচবিহার জেলা আনাচে-কানাচে থেকে ফুটবলের নক্ষত্রদের তুলে আনতে একপ্রকার দৃঢ়তার সাথে কোচবিহার পুলিশ এই খেলা শুরু করবার উদ্যোগ নেয়।

এদিকে জেলা পুলিশকে সর্বতোভাবে সাহায্য করে রাজ্য পর্যটন দপ্তর ও কানারা ব্যাঙ্ক এর আধিকারিকরা।

দীর্ঘ কয়েক মাস ব্যাপী এই খেলা চলার পর গত 12 ও 13 তারিখ সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এবং আজ নকআউট ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক পর্যায়ের খেলা হয়।

যেখানে কোচবিহার পৌরসভা ও গুড়িয়াহাটি গ্রাম পঞ্চায়েত অংশগ্রহণ করে।

এদিনের এই খেলায় প্রথমদিকে আক্রমণাত্মকভাবে কোচবিহার পৌরসভা এক গোল করে, কিন্তু সময়ের সাথে সাথে বদলে যায় সেই খেলার রণনীতি।

এরপর গুড়িয়াহাটি এক গোল করে তাদের ক্ষমতা ফিরিয়ে আনে। এরপর দ্বিতীয়ার্ধের খেলায় নিজেদের নির্দিষ্ট টার্গেটকে পাথেয় করে কোচবিহার পৌরসভা বিরুদ্ধে গিয়ে আরও এক গোল দেয় গুড়িয়াহাটি গ্রাম পঞ্চায়েত।

ফলস্বরূপ 2-1 গোলে পরাজিত হয় কোচবিহার পৌরসভা। চ্যাম্পিয়নের খেতাব পায় গুড়িয়াহাটি গ্রাম পঞ্চায়েতের খেলোয়াড়রা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments