Sunday, May 5, 2024
Homeআলিপরদুয়ারবারবিশার লস্করপাড়া গ্রামে দাপিয়ে বেড়াল হরিণ শাবক।

বারবিশার লস্করপাড়া গ্রামে দাপিয়ে বেড়াল হরিণ শাবক।

বাবুল সরকার, কামাখ্যাগুড়ি, ১৬ মার্চঃ সকাল সকাল এলাকায় ছুটাছুটি করছে একটি হরিণ শাবক। যার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল গ্রামে। প্রথমে অনেকেই বুঝে উঠতে পারছিলেন না যে, যেই প্রাণীটি ছুটাছুটি করছে সেটি আদতে কি। পরে বোঝা গেল সেটি হরিণ শাবক। বুধবার সকাল ৯টা নাগাদ ঘটনাটি ওই ঘটেছে কুমারগ্রাম ব্লকের বারবিশার লস্করপাড়া গ্রামে। লস্করপাড়া গ্রামের বাসিন্দা নীলবালা দাসের বাড়িতে ছুটতে ছুটতে আচমকাই ঢুকে পড়ে হরিণ শাবকটি। বাড়ির ছোটরা ভয় লুকিয়ে পড়ে। নীলবালা দেবীও কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন। মুহূর্তের মধ্যেই এলাকায় এই খবর জানাজানি হয়ে যায়। নীলবালা দাসের বাড়ি থেকে বের হয়ে স্থানীয় বামন গোস্বামী গৌড়ীয় মঠের পাশ দিয়ে পাকা রাস্তা পার করে ভুট্টা ক্ষেতের দিকে চলে যায় হরিণ শাবকটি। হরিণের পেছন পেছন ছুটতে থাকেন উৎসুক জনতা। এরই মাঝে খবর পৌঁছে যায় বন বিভাগের ভল্কা রেঞ্জ অফিসে। বন কর্মীরা ঘটনাস্থলে এসে হরিণ শাবকটির গতিবিধি বুঝে উঠার মাঝেই সেটি উধাত্ত হয়ে যায়। স্থানীয় বাসিন্দা ও বন বিভাগের কর্মীদের অনুমান, সেটি জঙ্গলের দিকে চলে গিয়েছে। লস্করপাড়া গ্রামের পাশেই রয়েছে বারবিশা বিটের জঙ্গল। ওই জঙ্গল থেকেই হরিণ শাবকটি এদিন লোকালয়ে ঢুকে পড়ে বলে মনে করা হচ্ছে। স্থানীয় বাসিন্দা শিশিরকুমার দাস বলেন, ‘সকাল ৯টা নাগাদ লোকজনের চেচামেচি শুনে বের হয়ে দেখি, একটি হরিণ শাবক ছুটাছুটি করছে। হরিণ শাবকটি ছোট। এখনও তার শিং গজায়নি। হরিণ শাবক দেখতে এলাকার মানুষও ছুটাছুটি শুরু করে। সম্ভবত খাবারের খোঁজে কিংবা অন্য কোনো কারণে সেটি এই এলাকায় ঢুকে পড়ে। খবর পেয়ে বন বিভাগের লোকজন চলে আসে। পরে আর হরিণ শাবকটি এলাকায় দেখা যায়নি। মনে হচ্ছে, সেটি জঙ্গলে চলে গিয়েছে।’ আরেক স্থানীয় বাসিন্দা নীলবালা দাস বলেন, ‘সকালবেলা হরিণ শাবকটি দৌড়ে আমার বাড়িতে এসে ঢুকে। প্রথমে সেটিকে চিনতে পারিনি। বাড়ি থেকে হরিণ শাবকটি বের হয়ে স্থানীয় গৌড়ীয় মঠের পাশ দিয়ে চলে যায়। হরিণ শাবকটি লাল রংয়ের ছিল। এর আগে কোনোদিন এই এলাকায় হরিণ দেখা যায়নি।’ এই বিষয়ে বন বিভাগের ভল্কা রেঞ্জের রেঞ্জ অফিসার প্রভাতকুমার বর্মন বলেন, ‘হরিণ শাবক বের হওয়ার খবর পেয়ে বন কর্মীরা ঘটনাস্থলে গিয়েছিলেন। তবে পরে আর সেটিকে দেখা যায়নি। মনে করা হচ্ছে, হরিণ শাবকটি জঙ্গলে চলে গিয়েছে। গ্রামের বাসিন্দাদের বলা হয়েছে, যদি আবার সেটিকে এলাকায় দেখা যায় তাহলে আমাদের খবর দিতে। আমরা বিষয়টি নজরে রাখছি।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments