Sunday, April 28, 2024
Homeআলিপুরদুয়ারকালচিনি ব্লকে স্বাস্থ্য সেবা উন্নয়নের দাবিতে প্রিন্সিপাল সেক্রেটারির কাছে স্মারকলিপি জমা বিধায়কের

কালচিনি ব্লকে স্বাস্থ্য সেবা উন্নয়নের দাবিতে প্রিন্সিপাল সেক্রেটারির কাছে স্মারকলিপি জমা বিধায়কের

আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকে স্বাস্থ্য সেবা উন্নয়নের দাবিতে কলচিনীর বিধায়ক বিশাল লামা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অধ্যক্ষ সচিবকে একটি স্মারকলিপি জমা দিয়েছেন। মঙ্গলবার কলকাতায় নবান্ন পৌঁছে বিধায়ক বিশাল লামা রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি এনএস নিগমের সাথে দেখা করেন এবং তার নির্বাচনী এলাকায় স্বাস্থ্যসেবা উন্নয়নের দাবিতে তাকে একটি স্মারকলিপি দিয়েছেন। এ বিষয়ে তথ্য প্রদান করে বিধায়ক বিশাল লামা বলেছেন যে আজ আমরা আনুষ্ঠানিক ভাবে আমাদের রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারির সাথে দেখা করেছি এবং আমাদের বিধানসভা কেন্দ্রের সমস্যাগুলি থেকে তাকে অবহিত করেছি।

অনান্য খবর- আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড সংলগ্ন এলাকায় অবৈধ নির্মাণ ভেঙে দিল জেলা প্রশাসন

বিশাল লামা বলেছিলেন যে অতীতে আমি যখন আমার নির্বাচনী এলাকা ঘুরেছিলাম তখন বিভিন্ন ধরণের সমস্যার কথা জানতে পেরেছিলাম। বিশেষত আমাদের অঞ্চলে স্বাস্থ্যসেবার সমস্যা সবচেয়ে গুরুতর সমস্যা। আমাদের উত্তর লতাবাড়ী পল্লী স্বাস্থ্য কেন্দ্রটি আমাদের এলাকার অন্যতম বৃহত্তম হাসপাতাল হিসাবে পরিচিত। বিশাল জনসংখ্যার কারণে এই হাসপাতালে সুবিধার অভাব রয়েছে। সুতরাং, আমাদের মানুষের সুবিধার্থে এই হাসপাতালটিকে স্টেট জেনারেল হাসপাতালে রূপান্তর করা খুব প্রয়োজন। এছাড়াও আমাদের ব্লকের ইন্দো-ভুটান সীমান্তবর্তী শহর জয়গাঁওয়ের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পর্যাপ্ত চিকিৎসক, নার্স এবং কর্মচারীদের সাথে চব্বিশ ঘন্টা পরিষেবা দেওয়ার প্রয়োজন রয়েছে।

অনান্য খবর- চিলাপাতায় শিশুদের পাশে দাঁড়ালো নিউ জেনারেশন ভলেন্টিয়ার্স নামক এক স্বেচ্ছাসেবী সংস্থা।

সাহেবগঞ্জ থানার নতুন দায়িত্বপ্রাপ্ত ওসিকে সংবর্ধনা দিল বুড়িরহাট তৃণমূল কংগ্রেস নেতৃত্ব

কালচিনি ব্লকে স্বাস্থ্য সেবা উন্নয়নের দাবিতে প্রিন্সিপাল সেক্রেটারির কাছে স্মারকলিপি জমা বিধায়কের

অনান্য খবর- স্মার্টফোন আসক্ত হয়ে যাচ্ছে আপনার শিশু? সাবধান হন! ৫ টি কুফল এবং প্রতিকারের উপায় জানুন

বিধায়ক বিশাল লামা বলেছিলেন যে আমাদের ব্লকের সবচেয়ে দুর্গম বাক্সা পর্বতমালা অঞ্চলের অনেক গ্রামের আদম, চুনাভাটি, লেপচাখা, সাঁতালবাড়ি, রাজবাটখোয়াতে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের প্রয়োজন রয়েছে। যাতে তারা হাসপাতালে 30 থেকে 40 কিলোমিটার ভ্রমণে মুক্তি পেতে পারেন। এর সাথে চুয়াপাড়া গ্রাম পঞ্চায়েতের অধীন অবস্থিত সাতলি চা বাগান এবং সমস্ত চা বাগানের মানুষের সুবিধার্থে চুয়াপাড়া এলাকার চত্বরে একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রেরও প্রয়োজন। বিধায়ক বিশাল লামা বলেছেন, আজ আমরা এই সমস্ত বিষয়ে একটি স্মারকলিপি জমা দিয়ে সমস্যার সমাধানের জন্য অনুরোধ করেছি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments