Friday, March 29, 2024
Homeউত্তর দিনাজপুরবালুরঘাটের বালুছায়া অডিটোরিয়াম হলে কবিগুরুর জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠান

বালুরঘাটের বালুছায়া অডিটোরিয়াম হলে কবিগুরুর জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠান

বালুরঘাটঃ দক্ষিণ দিনাজপুর জেলায় উদযাপিত হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬২তম জন্মজয়ন্তী। সোমবার জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে জেলার সদর শহর বালুরঘাটের বালুছায়া অডিটোরিয়াম হলে কবিগুরুর জন্মজয়ন্তী উদযাপনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। মাল্যদান করেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক আয়েশা রানি এ, পুলিশ সুপার রাহুল দে, অতিরিক্ত জেলা শাসক তুষার সিংলা, অতিরিক্ত জেলা শাসক আবুল কালাম আজাদ, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক রাজেশ কুমার মন্ডল। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরাও এদিন কবিগুরুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা অর্পণ করেন। তবলায় তাপস দাস-এর সঙ্গতে অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শান্তুনু দে। আবৃত্তি করেন অতিরিক্ত জেলা শাসক আবুল কালাম আজাদ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments