Friday, April 26, 2024
Homeউত্তরবঙ্গউত্তরবঙ্গ পৌঁছে ফের মুখ্যমন্ত্রীকে তোপ দাগলেন রাজ্যপাল

উত্তরবঙ্গ পৌঁছে ফের মুখ্যমন্ত্রীকে তোপ দাগলেন রাজ্যপাল

উত্তরবঙ্গ:
উত্তরবঙ্গ পৌঁছে আবারও মুখ্যমন্ত্রীকে তোপ দাগলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সোমবার ভোট পরবর্তী সন্ত্রাসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ভয়ানক অবস্থা চলছে রাজ্যে। গণতন্ত্রের উপর কুঠারাঘাত করা হচ্ছে। স্বাধীনতার পরে দেশ এমন নৃশংসতা দেখেনি। সাত সপ্তাহে প্রশাসন এ নিয়ে কিছু করেনি। মুখ্যমন্ত্রী চুপ কেন? কেন্দ্র, সংবিধান, গণতন্ত্র, রাজ্যপালের সঙ্গে সবসময় সংঘাত করে লাভ নেই।’ এদিন তাঁর প্রশ্ন, ‘আরও চারটি রাজ্যে তো নির্বাচন হয়েছে। পশ্চিমবঙ্গের এমন অবস্থা হবে কেন? সরকারের লক্ষ্য হওয়া উচিত বিকাশ। আতঙ্কে দিন কাটাচ্ছে রাজ্যের মানুষ। প্রশাসনের তরফ থেকে কেউ পাশে দাঁড়ায়নি। ভয়ংকর অরাজকতা চলছে। সরকার চোখ বুজে আছে। অভিযুক্তরা কেউ গ্রেফতার হয়নি। এটা অশনি সংকেত। সরকারকে বলব ভেবে বিষয়গুলি নিয়ে ভেবে দেখতে।’

বর্তমানে ‘বঙ্গভঙ্গ’ ইস্যু নিয়ে জোর চর্চা চলছে রাজ্য রাজনীতিতে। একদল বলছেন, ‘বাংলা ভাগ হওয়া উচিত।’ আরেকদলের বক্তব্য, ‘কিছুতেই বাংলা ভাগ হতে দেব না।’ এই পরিস্থিতিতে উত্তরবঙ্গ সফরে গেলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। জানা গিয়েছে, সাতদিন সেখানেই থাকবেন তিনি। এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ, মত ওয়াকিবহাল মহলের। সোমবার সাড়ে ১২টায় কলকাতা বিমানবন্দর থেকে বিশেষ বিমানে উত্তরবঙ্গ যান রাজ্যপাল। বাগডোগরা বিমানবন্দরে নামেন তিনি।

বাগডোগরাতেই সাংবাদিক বৈঠকে রাজ্যবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘মানবাধিকার লঙ্ঘন হলে চুপ থাকবেন না। আমি নন্দীগ্রামে গিয়েছিলাম। এখানেও এসেছি। ভোট পরবর্তী সন্ত্রাস কবলিত প্রতিটি এলাকায় গিয়ে কয়েকটি প্রশ্ন করেছিলাম। পুলিশের কাছে গেলেন না কেন ? উত্তর এসেছে সমস্যায় পড়তে হবে। জিজ্ঞেস করেছি, প্রশাসনের তরফ থেকে কেউ এল? কোনও উত্তর পাইনি।’ রাজ্যকে বিঁধে ধনখড়ের সংযোজন, ‘সরকারি আমলাদেরও কিছু বলা যাচ্ছে না। রাজ্যপাল কী বলছে সেটা শুনতে হবে না। আমি যা বলছি সেটা হিমশৈলের চূড়ামাত্র। আসল চিত্র আরও ভয়ংকর। আমি মানুষের অধিকারের জন্য সব করব।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments