Saturday, April 27, 2024
Homeদেশআজ বিজেপির জন্মদিনে মোদির মুখে রাষ্ট্রবাদ বনাম পরিবারবাদ

আজ বিজেপির জন্মদিনে মোদির মুখে রাষ্ট্রবাদ বনাম পরিবারবাদ

বিজেপির জন্মদিনেও মোদির মুখে রাষ্ট্রবাদ বনাম পরিবারবাদ। বিয়াল্লিশ বছর পিছনে ফিরে গেলে, আজকের দিনে ৬ এপ্রিল, ১৯৮০ সালে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে (BJP 42 Foundation Day) ভারতীয় জনতা পার্টি। চার দশক পেরিয়ে সেই দল এখন শক্তিতে, জনপ্রতিনিধিত্বে, সদস্য সংখ্যায় দেশের এক নম্বর। সেই দলের প্রতিষ্ঠা দিবসের ভাষণে নরেন্দ্র মোদি (PM Modi) নিশানা করলেন কংগ্রেসকে।

মোদির বক্তব্য, ‘বিজেপির (BJP) দর্শন রাষ্ট্র ভক্তি। দল সেই আদর্শ মেনেই পথ চলে। আর পালটা প্রতিপক্ষ দল পরিবার ভক্তির তত্ত্ব আঁকড়ে পড়ে রয়েছে।’ নাম না করেই মোদির আক্রমণ কংগ্রেসের দিকে। পরিবারবাদের তত্ত্বকে বিজেপি যে ভোটের প্রচারে ইস্যু করতে পেরেছে, দেশের সাধারণ মানুষকে বোঝাতে পেরেছে, সাফল্য পেয়েছে, সে কথাও ভারতীয় জনতা পার্টির সদস্যদের মোদি মনে করিয়ে দিয়েছেন। এমনকি ভবিষ্যতেও দল বিভিন্ন রাজ্যে পরিবারতন্ত্রের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিজেপির অন্যতম শীর্ষ নেতা নরেন্দ্র মোদি। বলেছেন, লড়াই চলবে দুর্নীতির বিরুদ্ধেও।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments