Thursday, May 2, 2024
Homeআবহাওয়াআগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস

আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস

আগামী ৪৮ ঘণ্টা অর্থাত্‍ ৬ এপ্রিল বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুত্‍-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে এর মধ্যে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। এছাড়া আগামী ৪-৫ দিন উত্তরবঙ্গে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাস হাওয়া অফিসের।

আগামী ২৪ ঘন্টা অর্থাত্‍ ৫ এপ্রিল মঙ্গলবার সকালের মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুত্‍-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। তবে বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে। ৬ এপ্রিল বুধবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়াই শুষ্ক থাকবে। উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গেও আগামী ৪-৫ দিন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে। রবিবার রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছিম পৌঁছে ছিল। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা তুলনামূলক বেশি থাকবে বলে জানানো হয়েছে। ৭ এপ্রিল দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলে তার কিছুটা প্রভাব দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে পড়তে পারে বলা জানিয়েছে আবহাওয়া দফতর।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments