Thursday, May 2, 2024
Homeকোচবিহারভারতবর্ষের গর্ব চন্দ্রযান ৩, বিক্রম রাখির মাধ্যমে ফুটিয়ে তুলল কোচবিহারের জুলি

ভারতবর্ষের গর্ব চন্দ্রযান ৩, বিক্রম রাখির মাধ্যমে ফুটিয়ে তুলল কোচবিহারের জুলি

রাত পোহালেই রাখি উৎসব, ভারতবর্ষের গর্ব চন্দ্রযান ৩ এবং বিক্রম রাখির মাধ্যমে ফুটিয়ে তুলল জুলি।

কোচবিহার::

২০২৩ সাল বিভিন্ন কারণে বিখ্যাত হলেও সব থেকে বড় পাওনা ভারতের চন্দ্র অভিযান এবং সফল অবতরণ। ভারতের এই সফলতাকে রাখি বন্ধন উৎসবে রাখির মাধ্যমে ফুটিয়ে তোলার ক্ষুদ্র প্রচেষ্টা করেছেন কোচবিহারের জুলি রায়। স্কুল ছাত্রী ঝুলি তিনটি তিন রকমের রাখি বানিয়েছেন। যার মধ্যে প্রথম রাখিটি চন্দ্রযান তিন, দ্বিতীয় রাখি বিক্রম এবং তৃতীয় রাখি সবুজায়নের উদ্দেশ্যে গাছ লাগাও প্রাণ বাঁচাও। প্রথম দুইটি রাখির ব্যাস তিন ফুট। এবং বৃক্ষরোপণ সম্পর্কিত সচেতনতামূলক রাখি কিছুটা ছোট। রাখি বন্ধন উৎসবের দিন এই রাখি গুল ির তিনি তুলে দেবেন কোচবিহারের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে। আর সেখান থেকেই এই রাখি সাধারন মানুষের হাতে পৌঁছে যাবে সচেতনতামূলক বার্তা হিসেবে। রাখি নির্মাতা জুলি ওরফে পিংকি রায় জানান, প্রতিবছর এই স্বেচ্ছাসেবী সংগঠন একদিকে যেমন সাধারণ যাত্রী মানুষ পথচারীদের রাখি পরিয়ে উৎসব পালন করেন ঠিক তার পাশাপাশি কোচবিহারের বিভিন্ন গাছের মধ্যেও রাখি পরান। চলতি বছর তার অন্যথা হচ্ছে না। কিন্তু এই বছর বিশেষ আকর্ষণ থাকছে চন্দ্রযান তিন এর উপরে তৈরি হওয়া রাখি। সামাজিক সচেতনতা কে সামনে রেখেই মূলত এই রাখি তৈরি করা হয়েছে। কাগজ এবং বিভিন্ন ছবি দিয়ে তৈরি হয়েছে এই রাখি। স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধার শঙ্কর রায় জানান, রাত পোহালেই রাখি, জুলির তৈরি এই রাখি গুলি আমরা সাধারণ মানুষকে যেমন পড়াবো একই সাথে তাদের সামাজিক সচেতনতাতেও সমৃদ্ধ করার চেষ্টা করব।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments