Friday, May 3, 2024
Homeডুয়ার্সচিতাবাঘের মৃত্যুকে ঘিরে রহস্য ডুয়ার্সের গয়েরকাটায়

চিতাবাঘের মৃত্যুকে ঘিরে রহস্য ডুয়ার্সের গয়েরকাটায়

চাঞ্চল্যকর ঘটনা ডুয়ার্সের জঙ্গলে (Dooars Forest)। গয়েরকাটা রেঞ্জের অন্তর্গত জলঢাকা নদী সংলগ্ন জঙ্গলে একটি চিতাবাঘের দেহ উদ্ধার ঘিরে রহস্য ঘণীভূত হয়েছে। মৃতদেহের পাশে পাওয়া গিয়েছে হাতির পায়ের ছাপ। মৃতদেহটি দেখে বনকর্মীদের একাংশের দাবি, অন্য কোনও বন্য জন্তুর সঙ্গে সংঘর্ষের জেরেই চিতাবাঘটির (Leopard) মৃত্যু হয়েছে। অস্বাভাবিক এই মৃত্যুর ঘটনা ভাবাচ্ছে বনকর্মীদের।

সোমবার দুপুরে ডুয়ার্সের গয়েরকাটা রেঞ্জের অন্তর্গত জলঢাকা নদী সংলগ্ন এই জঙ্গলে টহলদারি চালাতে গিয়ে চিতাবাঘটির মৃতদেহ দেখতে পান বনকর্মীরা। রুটিন তল্লাশি চালাচ্ছিলেন বলে জানা গিয়েছে। বিষয়টি সঙ্গে সঙ্গে জানানো হয় গয়েরকাটার রেঞ্জ অফিসার রাজকুমার পালকে। তিনি জানিয়েছেন, পূর্ণবয়স্ক ওই চিতাবাঘটির শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন মিলেছে। মৃতদেহটি যেখান থেকে উদ্ধার হয়েছে, তার আশেপাশে মিলেছে হাতির পায়ের ছাপ। জলপাইগুড়ি বনবিভাগের DFO মৃদুল কুমার বলেন, ”কোনও বন্যপ্রাণীর সঙ্গে সংঘাত না অন্য কারনে চিতাবাঘের মৃত্যু হয়েছে, তা জানতে ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments