আজ শিলিগুড়ি থেকে মোদীর সভা, পাশাপাশি সরকারি অনুষ্ঠান রয়েছে।

শনিবার বিকেল তিনটায় বাগডোগরা বিমানবন্দরে পৌঁছবেন তিনি। বিশেষ বিমানে বাগডোগরা বিমানবন্দরে নেমে তিনি সোজা চলে যাবেন কাওয়াখালি মাঠে।

প্রথমে একটি সরকারি অনুষ্ঠানে রেল সড়ক ও বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন এরপর বিকেলে কাওয়াখালি ময়দানে বিজেপির বিজয় সংকল্প সভায় অংশ নেবেন। আরামবাগ কৃষ্ণনগর বারাসাতের পর আজ শিলিগুড়িতে মোদির বার্তা কি থাকবে তার দিকে তাকিয়ে গোটা বাংলা। লোকসভা নির্বাচনের আগে ইতিমধ্যেই চারবার বাংলায় হাজির প্রধানমন্ত্রী। ১৯ এর লোকসভায় বিজেপি উত্তরবঙ্গে ভালো ফল করেছিল। সেখানে দাঁড়িয়ে একদিকে চা বলয় অন্যদিকে পাহাড় সমতলের মা গরিবদের জন্য প্রধানমন্ত্রী আজকে কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *